মেট্রোরেল-এলিভেটেড এক্সপ্রেসওয়ে প্রধানমন্ত্রীর দূরদর্শী চিন্তার ফসল: পরিবেশমন্ত্রী

আব্দুল বাছিত বাচ্চু, মৌলভীবাজার
 | প্রকাশিত : ২৬ নভেম্বর ২০২২, ২০:৩২

পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তনবিষয়ক মন্ত্রী শাহাব উদ্দিন বলেছেন, মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা দেশকে নিয়ে দূরদর্শী চিন্তা করেন। যানজট ও শব্দদূষণ রোধে মেট্রোরেল, পাতাল রেল, এলিভেটেড এক্সপ্রেসওয়ে তার চিন্তার ফসল।

তিনি শনিবার দুপুরে মৌলভীবাজার পৌরসভা ও জেলা পুলিশের আয়োজনে শহরের একটি কনভেনশন হলে ‘আধুনিক শহর ও সড়ক ভাবনা’শীর্ষক এক সুধী সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে এ কথা বলেন।

পরিবেশমন্ত্রী বলেন, শব্দদূষণ কীভাবে নিয়ন্ত্রণ করা যায় সে বিষয়ে আমাদের সবাইকে কাজ করতে হবে। এক্ষেত্রে গাড়িচালকদের আরো সচেতন হতে হবে। অযথা হর্ন বাজানো বন্ধ করতে হবে। শহরগুলোর যানজট কমিয়ে আনতে এবং আধুনিকায়নে সংশ্লিষ্ট সকলকে আন্তরিক হতে হবে ।

মৌলভীবাজারের পুলিশ সুপার মোহাম্মদ জাকারিয়ার সভাপতিত্বে অনুষ্ঠিত সমাবেশে বিশেষ অতিথির বক্তব্য রাখেন সংসদ সদস্য নেছার আহমদ, সিলেট রেঞ্জের ডিআইজি মফিজ উদ্দিন আহম্মেদ, জেলা প্রশাসক মীর নাহিদ আহসান, মেয়র ফজলুর রহমান এবং সদর উপজেলা পরিষদের চেয়ারম্যান কামাল হোসেন প্রমুখ।

সুধী সমাবেশে সকল শ্রেণিপেশার মানুষ আলোচনায় অংশগ্রহণ করে তাদের মতামত ব্যক্ত করেন এবং শহর আধুনিক করার ক্ষেত্রে বিভিন্ন প্রস্তাব দেন।

আয়োজকদের পক্ষ থেকে জানানো হয় এই শহরে বিভিন্ন সমস্যা চিহ্নিত করা হয়েছে। যেমন অধিকাংশ ইন্টারসেকশন রাস্তায় কোন মিডিয়ান নেই, রাস্তার দুপাশে ফুটপাত আছে। তবে পূর্ণাঙ্গ ও নিরবিচ্ছিন্ন ফুটপাত নেই। রাস্তায় পূর্ণাঙ্গ রোড মার্কিং করা নেই, ফুটপাতগুলো তিন ফুট-এর অধিক চওড়া নয়, ফুটপাতে এবং রাস্তায় হকার বসে, ফুটপাত মাঝে মাঝে ভাঙ্গা।

সমস্যাগুলো চিহ্নিত করে যথাযথ সমস্যা সমাধান করার লক্ষ্যে কাজ শুরু করা হচ্ছে এবং সকলের সহযোগিতা কামনা করেন আয়োজকবৃন্দ।

(ঢাকাটাইমস/২৬নভেম্বর/এলএ)

সংবাদটি শেয়ার করুন

রাজনীতি বিভাগের সর্বাধিক পঠিত

বিশেষ প্রতিবেদন বিজ্ঞান ও তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

রাজনীতি এর সর্বশেষ

বিএনপির কেন্দ্রীয় তিন নেতার পদোন্নতি

দুর্নীতি ও ভোটাধিকার হরণ ছাড়া আ.লীগের আর কোনো অর্জন নেই : এবি পার্টি

‘দেশে ইসলামবিদ্বেষী অপতৎপরতার বিরুদ্ধে রুখে দাঁড়াতে হবে’

ক্ষমতাসীনদের কেউ ভালো নেই: গয়েশ্বর

সিন্ডিকেটকে কোলে বসিয়ে বিরোধীদলের ওপর দায় চাপাচ্ছে সরকার: গণতন্ত্র মঞ্চ

ইফতার পার্টিতে আল্লাহ-রাসুলের নাম না নিয়ে আ.লীগের গিবত গায়: প্রধানমন্ত্রী

বাংলার মাটি থেকে বঙ্গবন্ধুর নাম মুছে ফেলার সাধ্য কারো নেই: ওবায়দুল কাদের

দেশের গণতন্ত্র পুনরুদ্ধারে বন্ধু রাষ্ট্রের সহযোগিতা চাইলেন মঈন খান

বঙ্গবন্ধুর জন্মবার্ষিকী: আ.লীগের আলোচনা সভায় প্রধানমন্ত্রী

জবি শিক্ষার্থী অবন্তিকার আত্মহত্যার ঘটনায় চরমোনাই পীরের উদ্বেগ 

এই বিভাগের সব খবর

শিরোনাম :