কৃষকদের জেলে পাঠানোয় ক্ষুব্ধ সাবেক প্রতিমন্ত্রী তারানা হালিম

নিজস্ব প্রতিবেদক, ঢাকাটাইমস
  প্রকাশিত : ২৭ নভেম্বর ২০২২, ১০:৪৯| আপডেট : ২৭ নভেম্বর ২০২২, ১২:৩৭
অ- অ+

যারা খাদ্যের জোগান দেন- সেই কৃষকদের জেলে পাঠানোর ঘটনায় ক্ষোভ প্রকাশ করেছেন সাবেক ডাক ও টেলিযোগাযোগ প্রতিমন্ত্রী তারানা হালিম। পাবনার ঈশ্বরদীতে ২৫ হাজার টাকা ঋণ নিয়ে ফেরত দিতে না পারায় গেল শুক্রবার ১২ জন কৃষককে কারাগারে পাঠানো হয়।

এ ঘটনায় ক্ষোভ প্রকাশ করে তারানা হালিম শনিবার ফেসবুকে নিজের ভেরিফায়েড পেজে লিখেছেন, ‘সমবায় ব্যাংকের ২৫ হাজার (পঁচিশ হাজার) টাকার খেলাপি ঋণের মামলায় গরিবেরা জেলে যায়, আর ২৫ হাজার কোটি টাকার ঋণখেলাপিরা আরামে ঘুমায়।’

এ সময় তিনি সমতার বার্তা দেন। লেখেন, ‘চাই সমতা।’ গ্রেপ্তার হওয়া কৃষকদের মুক্তির জোর দাবি জানিয়ে তারানা হালিম লেখেন, ‘প্রয়োজনে ওই ২৫ হাজার টাকা আমরা দিয়ে দেব।’

পাবনার ঈশ্বরদীতে ২৫ হাজার টাকা ঋণ পরিশোধ না করায় ৩৭ কৃষকের নামে গত বুধবার গ্রেপ্তারি পরোয়ানা জারি করে পাবনার সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালত। তারপর থেকে শুক্রবার দুপুর পর্যন্ত পরোয়ানাভুক্ত ১২ কৃষককে গ্রেপ্তার করে পুলিশ।

(ঢাকাটাইমস/২৭নভেম্বর/এজে)

google news ঢাকা টাইমস অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন

মন্তব্য করুন

শীর্ষ খবর সর্বশেষ জনপ্রিয়
সব খবর
ওপারে কারফিউ, সুনামগঞ্জের ১২ কিলোমিটার সীমান্তে বিজিবির সতর্ক অবস্থান
খালিশপুরে শহীদ মিনারের জমি দখলের ভিডিও করায় সাংবাদিকদের ওপর হামলা
আওয়ামী লীগ নিষিদ্ধের ঘোষণায় শাহবাগে ছাত্র-জনতার উল্লাস
৩০ কার্যদিবসের মধ্যে জুলাই ঘোষণাপত্র প্রকাশের সিদ্ধান্ত
বিশেষ প্রতিবেদন তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা