দিনাজপুর জেলা আ.লীগ সভাপতি ফিজার, সম্পাদক মিতা

নিজস্ব প্রতিবেদক, দিনাজপুর
  প্রকাশিত : ২৮ নভেম্বর ২০২২, ১৮:৩৬
অ- অ+

দিনাজপুরে দীর্ঘ ১০ বছর পর জেলা আওয়ামী লীগের কাউন্সিল অনুষ্ঠিত হয়েছে। এতে আবারও সভাপতি হিসেবে নির্বাচিত হয়েছেন দিনাজপুর-৫ আসনের সংসদ সদস্য অ্যাডভোকেট মোস্তাফিজুর রহমান ফিজার। সাধারণ সম্পাদক হয়েছেন আলতাফুজ্জামান মিতা।

সোমবার (২৮ নভেম্বর) বিকালে দিনাজপুর গোর-এ শহীদ মাঠে অনুষ্ঠিত দিনাজপুর জেলা আওয়ামী লীগের কাউন্সিল শেষে এ ঘোষণা দেন আওয়ামী লীগের প্রেসিডিয়াম সদস্য শ্রী রমেশ চন্দ্র সেন।

এ সময় তিনি সহ-সভাপতি হিসেবে আজিজুল ইমাম চৌধুরী, তৌহিদুল হক সরকার ও শাহ ইয়াজদান মার্শাল এবং যুগ্ম সম্পাদক পদে ফারুকুজ্জামান চৌধুরী মাইকেলের নাম ঘোষণা করেন।

তিনি বলেন, আগামী ডিসেম্বর মাসের মধ্যেই জেলার পূর্ণাঙ্গ কমিটি গঠন করা হবে।

এর আগে জেলা আওয়ামী লীগের আগের কমিটি বিলুপ্ত ঘোষণা করেন রমেশ চন্দ্র সেন।

১০ বছর পর অনুষ্ঠিত এ কাউন্সিলে ইলেকশনের পরিবর্তে সিলেকশনের মাধ্যমে কমিটি গঠন হয়। দিনাজপুরে সর্বশেষ ২০১২ সালের ২৩ ডিসেম্বর ত্রি-বার্ষিক কাউন্সিল অনুষ্ঠিত হয় আর ২০১৪ সালের ১৪ অক্টোবর কমিটির অনুমোদন দেওয়া হয়।

(ঢাকাটাইমস/২৮নভেম্বর/এআর)

google news ঢাকা টাইমস অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন

মন্তব্য করুন

শীর্ষ খবর সর্বশেষ জনপ্রিয়
সব খবর
ভোটের মার্কা থাকছে না শাপলা, ইসির নীতিগত সিদ্ধান্ত
ফের এনসিপির কেন্দ্রীয় কার্যালয় সামনে ককটেল বিস্ফোরণ
বন্যার্তদের পাশে বিজিবি: ফেনীতে ২০০ পরিবারকে খাদ্যসামগ্রী বিতরণ
বৃহস্পতিবারের কুমিল্লা বোর্ডের  এইচএসসি পরীক্ষা স্থগিত
বিশেষ প্রতিবেদন তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা