গাজীপুরে পুড়ছে টেক্সটাইল মিল, নিয়ন্ত্রণে আসেনি ১১ ঘণ্টায়ও

গাজীপুর প্রতিনিধি, ঢাকাটাইমস
  প্রকাশিত : ২৯ নভেম্বর ২০২২, ১১:৪০| আপডেট : ২৯ নভেম্বর ২০২২, ১২:৩৯
অ- অ+

গাজীপুর সদর উপজেলার ভবানীপুরে শামীম টেক্সটাইল মিলে আগুন লেগেছে। সোমবার মধ্যরাতে লাগা আগুন আজ মঙ্গলবার বেলা সাড়ে ১১টায়ও নিয়ন্ত্রণে আসেনি। আগুন নিয়ন্ত্রণে কাজ করছে ফায়ার সার্ভিসের পাঁচটি ইউনিট।

ফায়ার সার্ভিসের পাঁচটি ইউনিট আগুন নেভানোর চেষ্টা করছে বলে জানিয়েছেন শ্রীপুর ফায়ার সার্ভিসের ওয়্যার হাউজ ইন্সপেক্টর মো. বেলাল।

তিনি জানান, সোমবার দিবাগত রাত ১২টার দিকে সদর উপজেলার ভবানীপুর এলাকার সাফারি পার্ক সড়কে শামীম টেক্সটাইল মিলের তুলার গুদামে আগুন লাগে। আগুন লাগার খবর পেয়ে শ্রীপুর ফায়ার সার্ভিসের দুটি ইউনিট আগুন নিয়ন্ত্রণে আনার কাজ শুরু করে। আগুনের মাত্রা বাড়তে থাকায় পরে জয়দেবপুর ফায়ার সার্ভিসের দুটি ও শ্রীপুর ফায়ার সার্ভিসের আরও একটি ইউনিটসহ মোট পাঁচটি ইউনিট আগুন নিয়ন্ত্রণে কাজ শুরু করে।

‘এ ঘটনায় কোনো হতাহত ও আগুন লাগার কারণ জানাতে পারেননি ফায়ার সার্ভিস।’

প্রাথমিকভাবে প্রায় ৪০০ কোটি টাকার ক্ষয়ক্ষতি হয়েছে বলে প্রাথমিকভাবে ধারণা করছেন শামীম টেক্সটাইল মিলের পরিচালক আবুল খায়ের মানিক। তিনি বলেন, ক্ষয়ক্ষতির পরিমাণ আরও বাড়তে পারে।

(ঢাকাটাইমস/২৯নভেম্বর/এআর)

google news ঢাকা টাইমস অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন

মন্তব্য করুন

শীর্ষ খবর সর্বশেষ জনপ্রিয়
সব খবর
পাসের হারে শীর্ষে রাজশাহী বোর্ড, তলানিতে বরিশাল
কুমিল্লা বোর্ডে পাসের হার ৬৩ দশমিক ৬০ শতাংশ
বরগুনায় ট্রলার ডুবে ৩ জেলে নিখোঁজ
সারা দেশে জুনে ৬৭১টি সড়ক দুর্ঘটনায় ৭১১ জন নিহত হয়েছে: যাত্রী কল্যাণ সমিতি
বিশেষ প্রতিবেদন তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা