দেশের কথা না ভেবে অর্থ পাচার করছে সরকার: ড. কামাল হোসেন

নিজস্ব প্রতিবেদক, ঢাকাটাইমস
  প্রকাশিত : ০১ ডিসেম্বর ২০২২, ১৮:৩৬
অ- অ+

দেশের কথা না ভেবে সরকার বিদেশে অর্থ পাচার করছে বলে মন্তব্য করেছেন গণফোরাম সভাপতি ড. কামাল হোসেন। বলেন, ‘দেশের বাইরে চলে যাওয়ার পূর্বপ্রস্তুতি হিসেবেই সরকার বিদেশে অর্থ পাচার করছে। এটা খুব দুঃখজনক।’

গণফোরামের সদস্য সংগ্রহ ও নবায়ন কর্মসূচি উদ্বোধন অনুষ্ঠানে বৃহস্পতিবার দুপুরে তিনি একথা বলেন। রাজধানীর মতিঝিলে কামাল হোসেনের কার্যালয়ে কর্মসূচির আয়োজন করা হয়।

জনগণের প্রতি সরকারের আস্থা নেই মন্তব্য করে কামাল হোসেন বলেন, ‘টাকা পাচারের ব্যাপারে সবাইকে সজাগ করতে হবে। সবাইকে সংগঠিত করে জাতীয় অর্থনীতিকে রক্ষায় পাহারা দিতে হবে।’

ব্যাংক খাত নিয়ে গণমাধ্যমে আসা খবরকে গুরুত্ব দিয়ে সবাইকে এ বিষয়ে সজাগ থাকার আহ্বান জানান গণফোরাম সভাপতি। বলেন, ‘ব্যাংক থেকে কোথায় টাকা যাচ্ছে, কীভাবে যাচ্ছে খোঁজখবর রাখতে হবে। এসব অনিয়ম বন্ধ করতে প্রয়োজনে আইনি ব্যবস্থা নিতে হবে।’

কামাল হোসেন বলেন, ‘দেশের কিছুসংখ্যক দুর্নীতিবাজ ও স্বার্থান্বেষী মহলের জন্য মুক্তিযুদ্ধের স্বপ্ন ও অর্জনগুলো বিসর্জন হতে চলছে। সব ক্ষেত্রে অব্যবস্থাপনা, দলীয়করণ ও দুর্নীতির কারণে দেশ ভয়াবহ সংকটের দিকে যাচ্ছে।

‘ব্যাংক ও আর্থিক প্রতিষ্ঠানগুলো দলীয়করণের সুযোগ নিয়ে বিপুল পরিমাণ অর্থ আত্মসাৎ করা হচ্ছে। সরকার তাদের বিরুদ্ধে কার্যকর কোনো ব্যবস্থা নিতে পারেনি। এর ফলে অর্থ পাচার, লুটপাট মহামারি আকার ধারণ করছে।’

যেকোনো ভাবেই হোক জাতীয় অর্থনীতিকে বাঁচাতে হবে উল্লেখ করে গণফোরাম সভাপতি বলেন, ‘অর্থনৈতিক অবস্থা ভেঙে পড়লে বেকারত্ব আরো বাড়বে। আয় কমে যাবে, ব্যবসা-বাণিজ্য ক্ষতিগ্রস্ত হবে।

‘সার্বিকভাবে সবার এই ক্ষতি হওয়ার আগেই এই অবস্থা থেকে উত্তরণের জন্য দ্রুত ঐক্যবদ্ধ হয়ে এসব নেতিবাচক ও সমাজবিরোধী কাজ প্রতিরোধ করতে হবে। বিশেষ করে দুর্নীতি ও অর্থ পাচার প্রতিরোধ করতে হবে।’

অনুষ্ঠানে গণফোরামে সদস্য পদ নবায়ন করেন দলটির সভাপতি কামাল হোসেন। অনুষ্ঠানে অন্যদের দলের সাধারণ সম্পাদক মিজানুর রহমান, সভাপতিমণ্ডলীর সদস্য সাবেক সংসদ সদস্য মফিজুল ইসলাম খান, এস এম আলতাফ হোসেন, মোশতাক আহমেদ প্রমুখ উপস্থিত ছিলেন।

(ঢাকাটাইমস/০১ডিসেম্বর/ডিএম)

google news ঢাকা টাইমস অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন

মন্তব্য করুন

শীর্ষ খবর সর্বশেষ জনপ্রিয়
সব খবর
মুন্সীগঞ্জে গভীর রাতে ভয়াবহ অগ্নিকাণ্ড: দলিল লেখকপট্টিতে পুড়ে ছাই ২০ দোকান
আজ রাত আড়াইটায় নারী ফুটবল দলকে সংবর্ধনা দেবে বাফুফে
ঢাকা বিভাগের ৫৬টি আসনে খেলাফত মজলিসের প্রার্থীদের নাম ঘোষণা
ইলন মাস্ক 'আমেরিকা পার্টি' গঠনের ঘোষণা দিলেন, ট্রাম্পের সঙ্গে সম্পর্কের ভাঙন
বিশেষ প্রতিবেদন তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা