বগুড়ায় বিএনপি নেতা আটক

শেরপুর (বগুড়া) প্রতিনিধি, ঢাকা টাইমস
 | প্রকাশিত : ০১ ডিসেম্বর ২০২২, ২০:৫১

বগুড়ার শেরপুরে বিস্ফোরক মামলায় অভিযান চালিয়ে আব্দুল মজিদ (৪০) নামে বিএনপির এক নেতাকে আটক করেছে পুলিশ।

বৃহস্পতিবার ভোরে শেরপুর থানা পুলিশ তাকে আটক করে।

তিনি উপজেলার খানপুর ইউনিয়নের শালফা গ্রামের প্রয়াত রুস্তম আলীর ছেলে। তিনি খানপুর ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক ও বিস্ফোরক মামলার আসামি।

উল্লেখ্য, গত ১৬ নভেম্বর স্বেচ্ছাসেবক দলের দলীয় পরিচিতি সভা শেষে সন্ধ্যা সাড়ে ৬টার দিকে মিছিল নিয়ে শেরপুর পৌর শহরের হাসপাতাল রোড দুবলাগাড়ী এলাকার মধ্যে দিয়ে তারা শহরে আসছিলেন। এ সময় হাসপাতাল এলাকার মোজার আলী স্মৃতি সংসদের সামনে ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটে। এ ঘটনায় পৌর স্বেচ্ছাসেবক লীগের সাবেক সহসভাপতি মাসুদ রানা লিটন বাদি হয়ে ৭২জন নেতাকর্মীর নামে মামলা দায়ের করেন।

শেরপুর থানার অফিসার ইনচার্জ মো. আতাউর রহমান খোন্দকার বলেন, বিস্ফোরক মামলায় বিএনপির নেতাকে আটক করে জেল হাজতে প্রেরণ করা হয়।

(ঢাকাটাইমস/১ডিসেম্বর/এসএম)

সংবাদটি শেয়ার করুন

বাংলাদেশ বিভাগের সর্বাধিক পঠিত

বিশেষ প্রতিবেদন বিজ্ঞান ও তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

শিরোনাম :