ছাত্রলীগে নতুন, স্বচ্ছ, মানবিক নেতৃত্ব আসুক: সীমান্ত হাসান

নিজস্ব প্রতিবেদক, ঢাকাটাইমস
  প্রকাশিত : ০১ ডিসেম্বর ২০২২, ২১:৪০
অ- অ+

আগামী ২ ডিসেম্বর ঢাকা মহানগর উত্তর ও দক্ষিণ ছাত্রলীগের সম্মেলন অনুষ্ঠিত হবে। রাজধানীর সোহরাওয়ার্দী উদ্যানে এ সম্মেলন হবে। সম্মেলনকে ঘিরে কমিটিতে স্থান পেতে ইতোমধ্যে পদপ্রত্যাশীদের দৌড়ঝাঁপ শুরু হয়েছে। বিশেষ করে সভাপতি ও সাধারণ সম্পাদক- শীর্ষ এই দুই পদ পেতে প্রার্থীরা আওয়ামী লীগের কেন্দ্রীয় নেতাদের কাছে যাচ্ছেন। তবে আসন্ন সম্মেলনে নতুন, স্বচ্ছ, মানবিক, ত্যাগী ও কর্মীবান্ধব নেতৃত্ব চান ঢাকা মহানগর দক্ষিণ ছাত্রলীগের সহ-সভাপতি সীমান্ত হাসান।

তিনি আরও বলেন, সংগঠনে নতুন, স্বচ্ছ, মানবিক, ত্যাগী ও কর্মীবান্ধব নেতৃত্ব আসুক এটাই আশা।

তিনি আরও জানান, তিনি সিদ্ধান্ত নিয়েছেন তিনি এখন যুবলীগে যোগ দেবেন।

এ ছাত্রনেতা সব সময়ই বিভিন্ন মানবিক কাজে জড়িত থাকেন। অসহায়-গরিব শিক্ষার্থীদের পাশে দাঁড়ানো থেকে শুরু করে অসহায় ছিন্নমূল মানুষের মাঝে খাবার বিতরণ, বন্যার্তদের মাঝে ত্রাণ বিতরণ, অসুস্থ রোগীদের চিকিৎসা ব্যবস্থা, করোনা মহামারিতে ঢাকার বিভিন্ন থানায় খাবার বিতরণ, পবিত্র রমজানে ঢাকা দক্ষিণের সব থানায় খাবার বিতরণ করেন তিনি।

সীমান্ত হাসান আগামীতে যুবলীগের চেয়ারম্যান শেখ ফজলে শামস পরশের নেতৃত্বে এসব মানবিক কাজ করে যেতে চান। তিনি বলেন, ‘যুবলীগের চেয়ারম্যান শেখ ফজলে শামস পরশ ভাইয়ের নির্দেশনায় সংগঠন করতে চাই। আমার মানবিক কাজগুলো এই মানবিক সংগঠনের মাধ্যমে করতে চাই।’

(ঢাকাটাইমস/০১ডিসেম্বর/এমএইচ/ইএস)

google news ঢাকা টাইমস অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন

মন্তব্য করুন

শীর্ষ খবর সর্বশেষ জনপ্রিয়
সব খবর
ড. ফয়জুল হককে বিএনপি থেকে বহিষ্কার
অতিরিক্ত সচিব আরিফুজ্জামানসহ ৩ জনকে ওএসডি
যশোরে পূর্ব শত্রুতার জেরে যুবক খুন 
স্ট্যান্ডার্ড ব্যাংকের অর্ধ বার্ষিক বিজনেস রিভিউ মিটিং অনুষ্ঠিত
বিশেষ প্রতিবেদন তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা