‘সমাজকে প্রগতির পথে এগিয়ে নিতে হলে নারী প্রকৌশলীদের ভূমিকা রাখতে হবে’

চট্টগ্রাম ব্যুরো, ঢাকাটাইমস
  প্রকাশিত : ০১ ডিসেম্বর ২০২২, ২১:৫২
অ- অ+

চট্টগ্রাম সিটি কর্পোরেশনের মেয়র মো. রেজাউল করিম চৌধুরী বলেন, নারীর ক্ষমতায়ন ও উন্নয়ন ছাড়া দেশের সামগ্রিক উন্নয়ন সম্ভব নয়। বঙ্গবন্ধু কন্যা প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনা জাতির পিতার দর্শন অনুসারে দেশের অর্ধেক জনগোষ্ঠী নারীর অর্থনৈতিক, সামাজিক, পারিবারিক, ও রাজনৈতিক ক্ষমতায়নের নতুন ধারা সুচিত করেন। দেশের মোট জনগোষ্ঠীর প্রায় ৫১ ভাগ নারী। সমাজকে প্রগতির পথে এগিয়ে নিতে হলে নারী প্রকৌশলীদের ভূমিকা রাখতে হবে। বর্তমান সরকার প্রধান ২০০৯ সালে ক্ষমতায় এসে জাতীয় নারী উন্নয়ন নীতি প্রণয়ন করে জাতীয় সংসদের স্পিকার পদে একজন নারীকে নির্বাচিত করেন। জননেত্রী শেখ হাসিনাই প্রথম তার মন্ত্রিসভায় প্রথম স্বরাষ্টমন্ত্রী, পররাষ্ট্রমন্ত্রী, সংসদ উপনেতা, বিচার বিভাগ ও সামরিক বাহিনী, বিমান বাহিনী পাইটল পর্যন্ত বাঙালি নারীদের স্থান করে দিয়েছেন। এমনকী পাবলিক বিশ্ববিদ্যালয়ের প্রথম নারী উপাচার্য নিয়োগ দিয়েছেন।

তিনি বলেন, নারীকে সুদূর প্রসারী ক্ষমতাবান করার মেয়েদের দ্বাদশ শ্রেণি পর্যন্ত বিনা বেতনে শিক্ষার ব্যবস্থা করেন, সরকার প্রধান জননেত্রী শেখ হাসিনা। সর্বক্ষেত্রে সন্তানের পরিচয় ও নিবন্ধনে বাবার নামের পাশাপাশি মায়ের নামও যুক্ত করা হয়েছে তার আমলে। এছাড়া নারীদের অর্থনৈতিকভাবে স্বাবলম্বী করতে কোন প্রকার জামানত ছাড়াই সর্বোচ্চ ২৫ লাখ টাকা এস.এম ঋণ দেয়ার ব্যবস্থা করা হয়েছে। একারণে প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনা নারীর ক্ষমতায়ন ও উন্নয়নে ভূমিকা রাখার জন্য গ্লোবাল উইসেন্স লিডারশিপ, প্ল্যান্টে ফিকটি ফিটি চ্যাম্পিয়ন এজন্ট অব চেঞ্জসহ নানাবিধি সম্মাননা অর্জন করেছেন, এই কারণে প্রধানমন্ত্রী শেখ হাসিনা নারীর ক্ষমতায়নের অন্যতম পুরোধা হিসেবে আজ বিশ্ব খ্যাতির অধিকারী।

বৃহস্পতিবার সকালে চট্টগ্রাম প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় একাডেমি কাউন্সিল কক্ষে জননেত্রী শেখ হাসিনার উন্নয়ন ও নারী ক্ষমতায়ন শীর্ষক আলোচনায় সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

অধ্যাপক ড. রোকসানা খাতুনের সভাপতিত্বে ও সহকারী অধ্যাপক নাহিদা সুলতানার সঞ্চালনায় গেস্ট অব অনারের বক্তব্য রাখেন চুয়েটের উপাচার্য অধ্যাপক ড. রফিকুল আলম।

বিশেষ অতিথির বক্তব্য রাখেন অধ্যাপক ড. আয়শা আক্তার, শিক্ষকদের পক্ষে অধ্যাপক তাহমিনা আক্তার, অধ্যাপক রাজিয়া সুলতানা, অধ্যাপক ড. ফারজানা যুথি, ডেপুটি রেজিস্টার নাজনিন আকতার, টেকনিশিয়ান প্রিয়াঙ্কা বড়ুয়া, শিক্ষার্থীদের পক্ষে ঐশী সরকার।

মেয়র আরো বলেন, জাতীর জীবনে আবারো এসেছে বিজয়ের মাস ডিসেম্বর কোটি মানুষের হৃদয়ে আসে প্রেরণা প্রতিজ্ঞার বার্তা নিয়ে। প্রতিকূল পরিস্থিতিকে পরাজিত করে সুন্দর সত্যের পথে সঞ্জীবনী শক্তি নিয়ে আসে ডিসেম্বর।

(ঢাকাটাইমস/০১ডিসেম্বর/এলএ)

google news ঢাকা টাইমস অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন

মন্তব্য করুন

শীর্ষ খবর সর্বশেষ জনপ্রিয়
সব খবর
দাম্পত্য কলহের জেরে যমজ ২ শিশুকে পুকুরে ফেলে হত্যা করেন মা
ইউআইইউ এলাকায় র‍্যাবের অভিযান, বিদেশি পিস্তলসহ শীর্ষ সন্ত্রাসী মোজাম্মেল গ্রেপ্তার
ভোটের মার্কা থাকছে না শাপলা, ইসির নীতিগত সিদ্ধান্ত
ফের এনসিপির কেন্দ্রীয় কার্যালয় সামনে ককটেল বিস্ফোরণ
বিশেষ প্রতিবেদন তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা