দুর্নীতি মামলায় জামিন পেলেন হাজী সেলিম

নিজস্ব প্রতিবেদক, ঢাকাটাইমস
  প্রকাশিত : ০৬ ডিসেম্বর ২০২২, ১১:২৩| আপডেট : ০৬ ডিসেম্বর ২০২২, ১১:২৭
অ- অ+

দুর্নীতি মামলায় আওয়ামী লীগের সংসদ সদস্য হাজী মো. সেলিমের জামিন মঞ্জুর করেছেন সুপ্রিম কোর্টের আপিল বিভাগ। চলতি বছরের শুরুর দিকে হাইকোর্ট তার সাজা বহাল রাখে।

মঙ্গলবার প্রধান বিচারপতি হাসান ফয়েজ সিদ্দিকীর নেতৃত্বে আপিল বিভাগের পাঁচ সদস্যের পূর্ণাঙ্গ বেঞ্চ হাজী সেলিমের হাইকোর্টের রায়কে চ্যালেঞ্জ করে দায়ের করা লিভ টু আপিল আবেদনের শুনানি শেষে তার জামিন মঞ্জুর করেন।

বেঞ্চের অন্য চার বিচারপতি হলেন- বিচারপতি মো. নুরুজ্জামান, বিচারপতি ওবায়দুল হাসান, বিচারপতি বোরহানউদ্দিন ও বিচারপতি এম এনায়েতুর রহিম।

এদিন আদালতে হাজী মো. সেলিমের পক্ষে শুনানি করেন জ্যেষ্ঠ আইনজীবী মোহাম্মদ সাঈদ আহমেদ রাজা। দুদকের পক্ষে ছিলেন খুরশীদ আলম খান।

চলতি বছরের ১০ ফেব্রুয়ারি হাইকোর্ট হাজী সেলিমকে ৩০ দিনের মধ্যে বিচারিক আদালতে আত্মসমর্পণের নির্দেশ দিয়ে রায়ের পূর্ণাঙ্গ কপি প্রকাশ করেন। গত ২২ মে তিনি ঢাকার বিশেষ জজ আদালতে আত্মসমর্পণ করেন।

২০০৮ সালের ২৭ এপ্রিল নিম্ন আদালত হাজী সেলিমকে ১০ বছরের কারাদণ্ড দেন। ২০২১ সালের ৯ মার্চ হাইকোর্ট নিম্ন আদালতের রায় বহাল রাখেন।

(ঢাকাটাইমস/০৬ ডিসেম্বর/এএ/এফএ)

google news ঢাকা টাইমস অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন

মন্তব্য করুন

শীর্ষ খবর সর্বশেষ জনপ্রিয়
সব খবর
চট্টগ্রামে ৩১৭০ লিটার অবৈধ অকটেনসহ আটক ১
বহিষ্কৃত যুবদল নেতা জাহিদ মোড়লের বড় ভাই দেলোয়ার গ্রেপ্তার
২৪ ঘণ্টায় মহাখালী কাণ্ডসহ যাদের বিরুদ্ধে ব্যবস্থা নিয়েছে বিএনপি
ছয় মাসে ১৭৯৫৭ দুর্ঘটনায় সড়কে ঝরল ২৭৭৮ প্রাণ
বিশেষ প্রতিবেদন তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা