সৎ বাবার অসৎ কর্মে অন্তঃসত্ত্বা কিশোরী

ময়মনসিংহ ব্যুরো, ঢাকাটাইমস
  প্রকাশিত : ০৭ ডিসেম্বর ২০২২, ১৯:৪৩
অ- অ+

ময়মনসিংহের ভালুকায় সৎ বাবার অসৎ কর্মে (ধর্ষণে) এক কিশোরীকে অন্তঃসত্ত্বা হয়ে পড়ে। পরে ওই কিশোরীর মায়ের মামলায় সৎ বাবা মো. সিরাজ উদ্দিনকে (৪৫) গ্রেপ্তার করেছে র‌্যাব-১৪।

বুধবার বিকালে ময়মনসিংহ র‌্যাব-১৪ কার্যালয় থেকে পাঠানো এক বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানানো হয়।

এর আগে মঙ্গলবার রাত সোয়া ১২টার দিকে ভালুকা উপজেলার সিডস্টোর এলাকা থেকে সৎ বাবা সিরাজ উদ্দিনকে গ্রেপ্তার করা হয়।

তারও আগে মঙ্গলবার রাতে কিশোরীর মা বাদী হয়ে সিরাজ উদ্দিনকে আসামি করে ভালুকা থানায় মামলা করেন।

মামলার বরাত দিয়ে র‌্যাব-১৪ এর সিনিয়র এএসপি বেলায়েত হোসেন বলেন, শিশুর মা সাত বছর আগে সিরাজ উদ্দিনকে বিয়ে করেন। তখন থেকেই শিশুটি তার মায়ের সঙ্গে সৎ বাবার বাড়িতে বসবাস করে আসছিল। ঘটনার দিন চলতি বছরের ৩ মার্চ রাত ১১টার দিকে মা কাজে যাওয়ার সুযোগে সৎ বাবা শিশুটিকে একা পেয়ে ধর্ষণ করেন। তবে ভয়ভীতি দেখানোয় ধর্ষণের ঘটনা তখন মেয়েটি তার মাকে জানায়নি।

তিনি বলেন, সম্প্রতি সময়ে ওই কিশোরীর শারীরিক অবস্থার পরিবর্তন ঘটলে তার মা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে পরীক্ষা করালে জানতে পারেন মেয়ে বর্তমানে আনুমানিক আট মাসের অন্তঃসত্ত্বা।

র‌্যাবের এই কর্মকর্তা আরও বলেন, গ্রেপ্তার সিরাজ উদ্দিন প্রাথমিক জিজ্ঞাসাবাদে ঘটনার সঙ্গে জড়িত থাকার কথা স্বীকার করেছেন বলেন র‌্যাবের এই কর্মকর্তা জানান। অভিযুক্ত সিরাজকে ভালুকা থানায় হস্তান্তর করা হয়েছে।

(ঢাকাটাইমস/০৭ডিসেম্বর/এলএ)

google news ঢাকা টাইমস অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন

মন্তব্য করুন

শীর্ষ খবর সর্বশেষ জনপ্রিয়
সব খবর
গোপালগঞ্জে হামলার ঘটনা নিয়ে ফেসবুকে ট্রল, দিনাজপুরের এএসপি প্রত্যাহার
‘গোপালগঞ্জে ইন্টারনেট বন্ধ করা হয়নি’
“চাঁদাবাজ যতই প্রভাবশালী হোক, পার পাবে না”
গোপালগঞ্জে বৃহস্পতিবারের এইচএসসি পরীক্ষা স্থগিত
বিশেষ প্রতিবেদন তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা