মৌলভীবাজারে বেগম রোকেয়া দিবসে জয়িতা পুরস্কার বিতরণ

মৌলভীবাজারে ‘সবার মাঝে ঐক্য গড়ি নারী নির্যাতন বন্ধ করি’ এ প্রতিপাদ্য নিয়ে আন্তর্জাতিক নারী নির্যাতন প্রতিরোধ পক্ষ ও ‘শেখ হাসিনার বার্তা নারী-পুরুষ সমতা’ এ প্রতিপাদ্য নিয়ে বেগম রোকেয়া দিবসে জয়িতা পুরস্কার প্রদান করা হয়েছে।
শুক্রবার জেলা প্রশাসন ও জেলা মহিলা বিষয়ক অধিদপ্তর-এর আয়োজনে বেগম রোকেয়া দিবসে আলোচনা সভা ও জয়িতা পুরস্কার বিতরণ মৌলভীবাজার সার্কিট হাউসের মুন হলে অনুষ্ঠিত হয়।
অতিরিক্ত জেলা ম্যাজিস্টেট শাহীনা আক্তারের সভাপতিত্বে এবং জেলা শিশু বিষয়ক কর্মকর্তা জসীম উদ্দিন মাসুদ পরিচালনায আলোচনা সভায় প্রধান অতিথি ছিলেন মৌলভীবাজার জেলা প্রশাসক মীর নাহিদ আহসান।
বক্তব্য রাখেন অতিরিক্ত পুলিশ সুপার (এসবি) মো. মহসিন, জেলা মহিলা বিষয়ক অফিসের উপপরিচালক শাহেদা আক্তার প্রমুখ।
আলোচনা সভা শেষে অতিথিরা জেলা পর্যায়ে ৫ জন ও উপজেলা পর্যায়ে ৪ জন শ্রেষ্ঠ জয়িতার হাতে সম্মাননা স্মারক তুলে দেন।
জেলা পর্যায়ে শ্রেষ্ঠ জয়িতার সম্মাননা যারা পেয়েছেন তারা হলেন- অর্থনৈতিকভাবে সাফল্য অর্জনকারী নারী কুলাউড়া পৌরসভার সুফিয়া রহমান, শিক্ষা ও চাকরির ক্ষেত্রে সাফল্য অর্জনকারী নারী কমলগঞ্জ উপজেলার দক্ষিণ মাগুড়া গ্রামের রাবেয়া খাতুন, সফল জননী নারী কমলগঞ্জ উপজেলার কানিহাটি চা-বাগানের কমলি রবিদাশ, নির্যাতনের বিভীষিকা মুছে ফেলে নতুন উদ্যমে নতুন জীবন শুরু করেছেন যে নারী শ্রীমঙ্গল উপজেলার মোহাজেরাবাদ গ্রামের ৭১ এর বীরাঙ্গনা শিলা গুহ, সমাজ উন্নয়নে অসামান্য সাফল্য অর্জনকারী নারী শ্রীমঙ্গল উপজেলার লালবাগ গ্রামের রিনা সরকার।
সদর উপজেলা পর্যায়ে শ্রেষ্ঠ জয়িতার সম্মাননা যারা পেয়েছেন তারা হলেন- অর্থনৈতিকভাবে সাফল্য অর্জনকারী নারী মৌলভীবাজার একাটুনা ইউনিয়নের বিরাইমাবাদ গ্রামের সাহেরা বেগম, শিক্ষা ও চাকরির ক্ষেত্রে সাফল্য অর্জনকারী নারী মৌলভীবাজার সদরের জগৎসী গ্রামের ফাতেমা আক্তার,সফল জননী সাফল্য অর্জনকারী নারী মৌলভীবাজার পৌরসভার ৯নং ওয়ার্ডের সালেহা আক্তার চৌধুরী, নির্যাতনের বিভীষিকা মুছে ফেলে নতুন উদ্যোমে নতুন জীবন শুরু করেছেন যে নারী একাটুনা ইউনিয়নের গন্দবপুর গ্রামের লিবিয়া বেগম।
(ঢাকাটাইমস/০৯ডিসেম্বর/এলএ)

মন্তব্য করুন