চুয়াডাঙ্গা সীমান্তে ‘বিজিবির সোর্সকে’ কুপিয়ে হত্যা

চুয়াডাঙ্গার জীবননগর উপজেলার গয়েশপুর সীমান্তে তারিক (৪০) নামের এক যুবককে কুপিয়ে হত্যা করেছে দুর্বৃত্তরা। পরিবারের দাবি, তিনি বিজিবির সোর্স ছিলেন।
সোমবার (১২ ডিসেম্বর) দিবাগত রাত ২টার দিকে উপজেলার গয়েশপুর সীমান্তে ৬৮ নম্বর মেইন পিলারের কাছে দোয়াড় মাঠে এ ঘটনা ঘটে।
নিহত তারিক উপজেলার গয়েশপুর পুকুরপাড়ার প্রান্তিক কৃষক রবগুল হোসেনের ছেলে। তিনি বিজিবির সোর্স ছিলেন বলে দাবি করেছে তার পরিবার।
স্থানীয় সূত্রে জানা যায়, রাত ২টার দিকে তারিককে কুপিয়ে মারাত্মকভাবে আহত করে দুর্বৃত্তরা। স্থানীয়রা তাকে উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে নেন। সেখানে চিকিৎসাধীন অবস্থায় মঙ্গলবার (১৩ ডিসেম্বর) সকালে তিনি মারা যান।
ধারণা করা হচ্ছে, মাদক ব্যবসা নিয়ে অভ্যন্তরীণ কোন্দলের জের ধরে এ হত্যাকাণ্ড সংঘটিত হয়েছে।
এ প্রতিবেদন লেখা পর্যন্ত নিহত তারিকের মরদেহ ঢাকায় ময়নাতদন্তের জন্য পাঠানোর প্রস্তুতি চলছে বলে পারিবারিক সূত্র জানায়।
পারিবারিক সূত্র জানায়, বিজিবির সোর্স হিসেবে তারিক কাজ করতেন। গতরাতে তাকে বাড়ি থেকে কে বা কারা ডেকে নিয়ে যান। পরে তাকে এলোপাতাড়ি কুপিয়ে জখম করেন তারা। পরে তাকে উদ্ধার করে চুয়াডাঙ্গা সদর হাসপাতালে নেওয়া হয়। সেখান থেকে উন্নত চিকিৎসার জন্য ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়।
জীবননগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুল খালেক বলেন, ঘটনার ব্যাপারে আমাদের কেউ জানাননি। তবে আমরা খোঁজখবর নিচ্ছি।
এ বিষয়ে ঝিনাইদহের মহেশপুর ৫৮ বিজিবির লেফটেন্যান্ট কর্নেল শাহিন আজাদ জাগো নিউজকে বলেন, ঘটনাটি শুনেছি। তারেক বিভিন্ন সময় তথ্য দিয়ে আমাদের সহযোগিতা করেছেন।
সংবাদটি শেয়ার করুন
বাংলাদেশ বিভাগের সর্বাধিক পঠিত
বাংলাদেশ এর সর্বশেষ

নারায়ণগঞ্জে মাদক মামলায় যাবজ্জীবন সাজাপ্রাপ্ত আসামি গ্রেপ্তার

বাহুবলে পুকুরে ডুবে দুই শিশুর মৃত্যু

পানিসম্পদ উপমন্ত্রীর পক্ষে নড়িয়া-সখিপুরে খেজুর বিতরণ

‘আ.লীগের প্রতিটি উন্নয়নে দুর্নীতি রয়েছে’

কালিয়াকৈরে পিকনিক স্পটে অশ্লীলতা বন্ধের দাবিতে এলাকাবাসীর বিক্ষোভ

জিপিএ-৫ পেয়েও উচ্চ শিক্ষা নিয়ে শঙ্কা আশ্রয়ন প্রকল্পে থাকা মনিকা

ময়মনসিংহে শিশু ধর্ষণ মামলার আসামি মুন্সীগঞ্জে গ্রেপ্তার

অপসাংবাদিকতা সভ্যতা ও মানবতার শত্রু: সুজিত রায় নন্দী

নেত্রকোনায় কাঠমিস্ত্রি রমজান হত্যা মামলার প্রধান আসামি গ্রেপ্তার
