হঠাৎ কেন হিজাবে হিন্দু ধর্মের পূজা চেরি?

বিনোদন প্রতিবেদক, ঢাকাটাইমস
  প্রকাশিত : ১৯ ডিসেম্বর ২০২২, ১৭:১৫
অ- অ+

ঢাকাই চলচ্চিত্রের এ প্রজন্মের আলোচিত চিত্রনায়িকা পূজা চেরি সনাতন অর্থাৎ হিন্দু ধর্মের অনুসারী- এ কথা সকলেরই জানা। এ ধর্মের উৎসবগুলো চুটিয়ে উপভোগও করেন ‘পোড়ামন-২’ অভিনেত্রী। যা তার ফেসবুকের পাতায় চোখ বোলালেই বোঝা যায়। সেই পূজাই হঠাৎ ধরা দিলেন মুসলিমদের পোশাক হিজাবে।

সোমবার বিকালে পূজার ফেসবুক ও ইনস্টাগ্রাম প্রোফাইলে আপলোড করা ছবিটি দেখলে চোখ কপালে উঠতে পারে যে কারও। কারণ, ছবিটিতে মুসলিম নারীর পবিত্রতার প্রতীক হিজাব পরা অবস্থায় দেখা গেছে নায়িকাকে। ছবির ক্যাপশনে পূজা লিখেছেন, Politeness is the flower of humanity অর্থাৎ ‘নম্রতা মানবতার ফুল’।

ছবিটি পোস্ট হতেই শুরু হয়ে গেছে ফিসফাস। কেউবা পূজাকে বাহবা দিচ্ছেন, আবার কেউ করছেন সমালোচনা। কেউ আবার প্রশ্ন তুলেছেন, হিন্দু ধর্মাবলম্বী হয়ে হঠাৎ হিজাব পরে কেন ছবি পোস্ট করলেন পূজা? তিনি কি কোনো বার্তা দিতে চাইছেন, অথবা কোনো কিছুর আভাস?

কিছুদিন আগে গুঞ্জন ওঠে, ধর্ম পাল্টে দেশের শীর্ষ নায়ক শাকিব খানকে বিয়ে করেছেন পূজা চেরি। শাকিব খান যেহেতু মুসলিম ধর্মের অনুসারী, তাই পূজাও সেই ধর্ম গ্রহণ করেছেন শোনা গিয়েছিল। সেই প্রসঙ্গ টেনে অনেকে পূজার ছবির নিচে প্রশ্ন তুলেছেন, তবে কি গুঞ্জনই সত্যি। শাকিব খানের গলায় কি তবে মালা দিয়েই ফেলেছেন অভিনেত্রী?

অনেকে আবার সমালোচনা বা গুঞ্জনের কাছে না গিয়ে পূজার প্রশংসা করেছেন। আল আমিন মিয়াজী নামে একজন লিখেছেন, ‘এটিই আপনার জীবনের সবচাইতে সুন্দর ছবি।’ এইচএম মামুন লিখেছেন, ‘প্রেমে পড়ে যাবার মতো একটা লুক।’ উজ্জ্বল দে নামের একজন রাগের ইমুজি দিয়ে লিখেছেন, ‘এটাতো আশা করিনাই।'

শিশুশিল্পী হিসেবে কর্মজীবন শুরু করেছিলেন পূজা চেরি। শিশুশিল্পী হিসেবে কয়েকটি চলচ্চিত্রে অভিনয়ের পর ২০১৮ সালে ‘নূর জাহান’ চলচ্চিত্র দিয়ে তার বড় পর্দায় অভিষেক ঘটে। এ নায়িকার সবশেষ মুক্তিপ্রাপ্ত সিনেমার নাম ‘সাইকো’। হাতে রয়েছে অন্তত চার থেকে পাঁচটি ছবির কাজ।

(ঢাকাটাইমস/১৯ডিসেম্বর/এলেএম/এজে)

google news ঢাকা টাইমস অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন

মন্তব্য করুন

শীর্ষ খবর সর্বশেষ জনপ্রিয়
সব খবর
ইসির ওয়েবসাইট থেকে সরানো হলো আ.লীগের ‘নৌকা প্রতীক’ 
দুদকের নতুন সচিব খালেদ রহীম
গোপালগঞ্জে এনসিপির পদযাত্রা ঘিরে পুলিশের গাড়িতে আগুন দিয়েছে নিষিদ্ধ ছাত্রলীগ
সিলেবাস সংস্কারে জাতীয় বিশ্ববিদ্যালয় ও ইউনিসেফের সমঝোতা চুক্তি
বিশেষ প্রতিবেদন তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা