দৌলতদিয়ায় ধরা পড়ল ১৯ কেজির কাতলা, ২৯ হাজারে বিক্রি

রাজবাড়ী প্রতিনিধি, ঢাকাটাইমস
  প্রকাশিত : ০২ জানুয়ারি ২০২৩, ১০:৫৫| আপডেট : ০২ জানুয়ারি ২০২৩, ১১:৪৬
অ- অ+

রাজবাড়ী জেলার দৌলতদিয়া পদ্মা নদীতে জেলের জালে ধরা পড়া ১৯ কেজি ২০০ গ্রাম ওজনের বিশাল আকারের একটি কাতলা মাছ ২৮ হাজার ৮০০ টাকায় বিক্রি হয়েছে।

রবিবার বিকাল ৩টার দিকে দৌলতদিয়া পদ্মা নদীর কুশাহাটা এলাকায় জেলে গুরু হালদারের জালে কাতল মাছটি ধরা পড়ে।

বিকালে দৌলতদিয়া ঘাটের দুলাল মন্ডলের আড়তে নিয়ে আসলে প্রকাশ্য নিলামে ১ হাজার ৪৫০ টাকা কেজি দরে ২৭ হাজার ৮৪০ টাকায় মাছটি ক্রয় করেন দৌলতদিয়া শাকিল সোহান মৎস্য আড়তের মো. শাজাহান মিয়া।

মাছ ব্যবসায়ী মো. শাজাহান মিয়া সাংবাদিকদের জানান, রবিবার বিকালে মাছটি প্রতি কেজি ১ হাজার ৪৫০ টাকা কেজি দরে মোট ২৭ হাজার ৮৪০ টাকায় ক্রয় করে পরে বিকেলে ঢাকায় এক ক্রেতার কাছে প্রতি কেজি ১ হাজার ৫০০ টাকায় মোট ২৮ হাজার ৮০০ টাকায় বিক্রি করেছি।

গোয়ালন্দ উপজেলার সহকারী মৎস্য কর্মকর্তা মো. রেজাউল শরিফ জানান, পদ্মা নদীর পানি কমে যাওয়ায় এখন মাঝে মধ্যেই পদ্মা নদীতে এমন বড় বড় মাছ ধরা পড়ছে।

(ঢাকাটাইমস/২জানুয়ারি/এআর)

google news ঢাকা টাইমস অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন

মন্তব্য করুন

শীর্ষ খবর সর্বশেষ জনপ্রিয়
সব খবর
২০৩০ সালের মধ্যে ১৫০ পৌরসভায় শেষ হবে বর্জ্য ব্যবস্থাপনার কাজ: অতিরিক্ত প্রধান প্রকৌশলী
উপদেষ্টা মাহফুজ আলমের মাথায় বোতল মারল কে?
কিছু ঘটলেই যমুনায় যাওয়ার প্রবণতা সহ্য করা হবে না: উপদেষ্টা মাহফুজ 
সিলেট থেকে ৪১৮ যাত্রী নিয়ে মদিনায় গেল প্রথম হজ ফ্লাইট
বিশেষ প্রতিবেদন তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা