লোহাগাড়ায় জাতীয় সমাজসেবা দিবস পালিত

লোহাগাড়া (চট্টগ্রাম) প্রতিনিধি, ঢাকাটাইমস
 | প্রকাশিত : ০২ জানুয়ারি ২০২৩, ১৬:৫৯

‘উন্নয়ন সমৃদ্ধির অগ্রযাত্রায়, দেশ গড়ব সমাজসেবায়’ এ প্রতিপাদ্য বিষয়কে সামনে রেখে চট্টগ্রামের লোহাগাড়ায় জাতীয় সমাজসেবা দিবস-২০২৩ পালন করা হয়েছে।

এ উপলক্ষে সোমবার সকালে উপজেলা প্রশাসন ও সমাজসেবা অফিসের আয়োজনে উপজেলা পরিষদ প্রাঙ্গণে এক বণার্ঢ্য র‌্যালি অনুষ্ঠিত হয়। র‌্যালি শেষে উপজেলা বিআরডিবি হলে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

উপজেলা নির্বাহী অফিসার শরীফ উল্যাহর সভাপতিত্বে অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন উপজেলা সমাজসেবা অফিসার দেলোয়ার হোসাইন।

অনুষ্ঠানে অন্যদের মধ্যে বক্তব্য রাখেন- উপজেলা পরিষদ ভাইস চেয়ারম্যান এম. ইব্রাহীম কবির, উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মোহাম্মদ শাহজাহান, উপজেলা বিআরডিবির চেয়ারম্যান আরমান বাবু রোমেল।

এছাড়াও অনুষ্ঠানে স্থানীয় জনপ্রতিনিধি, সাংবাদিক ও বিভিন্ন দপ্তরের কর্মরত কর্মকর্তাবৃন্দ ও সমাজসেবা অধিদপ্তরের সকল কর্মকর্তা-কর্মচারী উপস্থিত ছিলেন।

অনুষ্ঠানে বক্তারা বলেন, বর্তমান সরকার সমাজসেবাবান্ধব সরকার। প্রধানমন্ত্রী শেখ হাসিনার আমলে সমাজসেবা খাতে আমূল পরিবর্তন হয়েছে। বিভিন্ন ভাতার আওতায় আসছে উপকারভোগীরা।

সমাজসেবা খাতে সরকারের ৫৪টি সেবা প্রদান করে অভূতপূর্ব উন্নয়ন হয়েছে। সকলে মাননীয় প্রধানমন্ত্রীর জন্য দোয়া করবেন।

আলোচনা সভা শেষে সমাজসেবা অফিসের পক্ষ থেকে ৮জন প্রতিবন্ধীকে হুইলচেয়ার এবং মাতৃকেন্দ্র কার্যক্রমের আওতায় ৮জন অতি দরিদ্র মহিলাকে ২ লক্ষ ৫০ হাজার টাকা ঋণ বিতরণ করা হয়।

(ঢাকাটাইমস/০২জানুয়ারি/এলএ)

সংবাদটি শেয়ার করুন

বাংলাদেশ বিভাগের সর্বাধিক পঠিত

বিশেষ প্রতিবেদন বিজ্ঞান ও তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

বাংলাদেশ এর সর্বশেষ

এই বিভাগের সব খবর

শিরোনাম :