টেকনাফে সাড়ে পাঁচ কোটি টাকার আইস-ইয়াবা উদ্ধার

টেকনাফ (কক্সবাজার) প্রতিনিধি, ঢাকাটাইমস
 | প্রকাশিত : ০২ জানুয়ারি ২০২৩, ১৭:৪৬

কক্সবাজারের টেকনাফে পাঁচ কোটি সাড়ে ৬২ লাখ টাকার মূল্যমানের ১ কেজি ৬৫ গ্রাম ক্রিস্টাল মেথ আইস ও ১০ হাজার ইয়াবা উদ্ধার করেছে বর্ডার গার্ড বাংলাদেশ।

সোমবার ভোরে খারাংখালী সংলগ্ন নাফনদীর তীর থেকে এসব উদ্ধার করা হয়।

বিজিবি সূত্রে জানায়, গোপন সংবাদে নাফ নদী দিয়ে মিয়ানমার থেকে বাংলাদেশে মাদক পাচার হতে পারে, এমন তথ্যেরভিত্তিতে টেকনাফ ব্যাটালিয়ন (২ বিজিবি) সদর এবং খারাংখালী বিওপির দুইটি টহলদল ওই স্থানে অবস্থান নেয়। এসময় ভোর ৪টার দিকে টহলদল একজন ব্যক্তিকে মিয়ানমার থেকে শূন্যরেখা অতিক্রম করে বেড়িবাঁধের দিকে আসতে দেখে। তাকে টহলদল চ্যালেঞ্জ করে তার দিকে এগিয়ে যায়। বিজিবির উপস্থিতি টের পেয়ে চোরাকারবারি নাফ নদীর দিকে দৌঁড় দেয় এবং রাতের অন্ধকারের সুযোগে সাঁতার দিয়ে দ্রুত মিয়ানমারের অভ্যন্তরে নাফফোরা দ্বীপের দিকে পালিয়ে যায়। পরে টহলদল ওই স্থানে পৌঁছে তল্লাশি চালিয়ে চোরাকারবারির ফেলে যাওয়া লুঙ্গি দিয়ে বাঁধা একটি পুঁটলি উদ্ধার করে। ওই পুঁটলির ভেতর হতে ১ কেজি ৬৫ গ্রাম ক্রিস্টাল মেথ (আইস) এবং ১০ হাজার ইয়াবা উদ্ধার করা হয়। যার আনুমানিক মূল্য ৫ কোটি ৬২ লাখ ৫০ হাজার টাকা।

টেকনাফ ২বিজিবি ব্যাটালিয়নের অধিনায়ক লে. কর্নেল শেখ খালিদ মোহাম্মদ ইফতেখার জানান, ওই এালাকায় ব্যাপক অভিযান চালিয়ে কোনো চোরাকারবারিকে আটক করা সম্ভব হয়নি। তবে, চোরাকারবারিকে শনাক্ত করার প্রক্রিয়া চলমান রয়েছে। উদ্ধার মালিকবিহীন ক্রিস্টাল মেথ (আইস) এবং ইয়াবা বর্তমানে ব্যাটালিয়ন সদরের স্টোরে জমা রাখা হয়েছে এবং প্রয়োজনীয় আইনি কার্যক্রম শেষে তা ধ্বংস করা হবে।

(ঢাকাটাইমস/০২জানুয়ারি/এলএ)

সংবাদটি শেয়ার করুন

বাংলাদেশ বিভাগের সর্বাধিক পঠিত

বিশেষ প্রতিবেদন বিজ্ঞান ও তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

বাংলাদেশ এর সর্বশেষ

এই বিভাগের সব খবর

শিরোনাম :