বুয়েটছাত্র ফারদিনের মৃত্যুর ঘটনায় গ্রেপ্তার বুশরা জামিনের অপেক্ষায়

নিজস্ব প্রতিবেদক, ঢাকাটাইমস
  প্রকাশিত : ০৫ জানুয়ারি ২০২৩, ১৩:৪০| আপডেট : ০৫ জানুয়ারি ২০২৩, ১৩:৫৬
অ- অ+

বুয়েট শিক্ষার্থী ফারদিন নূর পরশ হত্যা মামলায় গ্রেপ্তার হয়ে কারাগারে থাকা তার বন্ধু আমাতুল্লাহ বুশরার জামিন শুনানি আজ। ঢাকা মহানগর দায়রা জজ মো. আসাদুজ্জামানের আদালতে এ শুনানি হওয়ার কথা রয়েছে।

গত ৩০ নভেম্বর বুশরার জামিনের আবেদন করা হয়। সেই আবেদন গ্রহণ করে শুনানির জন্য ৫ জানুয়ারি দিন ধার্য করেছিলেন।

বুশরার আইনজীবী এ.কে.এম. হাবিবুর রহমান বৃহস্পতিবার দুপুরে জামিন শুনানির বিষয়টি গণমাধ্যমকে নিশ্চিত করেছেন।

গত বছরের ৪ নভেম্বর বুয়েটের ক্যাম্পাসে যাওয়ার কথা বলে ঢাকার ডেমরার বাসা থেকে বের হন ফারদিন নূর পরশ। ২৪ বছর বয়সী এই তরুণ বুয়েটের সিভিল ইঞ্জিনিয়ারিং বিভাগের তৃতীয় বর্ষের ছাত্র এবং বিশ্ববিদ্যালয়ের ডিবেটিং ক্লাবেরও যুগ্ম সম্পাদক ছিলেন।

বাসায় না ফেরার পর ৫ নভেম্বর ফারদিনের পরিবার নিখোঁজের ডায়েরি করে রামপুরা থানায়। দুই দিন পর ৭ নভেম্বর নারায়ণগঞ্জে শীতলক্ষ্যা নদীতে ভাসমান অবস্থায় ফারদিনের মরদেহ উদ্ধার করে নৌ পুলিশ।

পরে ১০ নভেম্বর ফারদিনের মৃত্যুর ঘটনায় তার বাবা কাজী নূর উদ্দিন বন্ধু বুশরার নাম উল্লেখসহ কয়েকজনকে আসামি করে একটি হত্যা মামলা দায়ের করেন। ওইদিনই বুশরাকে গ্রেপ্তার করা হয়। ৫ দিন রিমান্ডের পর কারাগারে আছেন একটি বেসরকারি বিশ্ববিদ্যালয়ে পড়ুয়া এই শিক্ষার্থী।

এদিকে ফারদিন হত্যা মামলার তদন্তকারী সংস্থা গোয়েন্দা পুলিশ ইতোমধ্যে জানিয়েছে, ফারদিন আত্মহত্যা করেছেন, খুন হননি। তার মৃত্যুর সঙ্গে বুশরার কোনো সংশ্লিষ্টতা পাওয়া যায়নি। সুতরাং আদালতে এ মামলায় চূড়ান্ত প্রতিবেদন দেওয়া হবে।

(ঢাকাটাইমস/০৫জানুয়ারি/ডিএম)

google news ঢাকা টাইমস অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন

মন্তব্য করুন

শীর্ষ খবর সর্বশেষ জনপ্রিয়
সব খবর
রাজনীতিতে অভিভাবক দল হিসেবে আমরা বারবার ধৈর্য ধরেছি: অধ্যক্ষ সেলিম ভুইয়া
এনবিআরের আরও ৬ ঊর্ধ্বতন কর্মকর্তা বরখাস্ত
প্রতিবন্ধী শিক্ষার্থীদের মানসম্মত শিক্ষা নিশ্চিতে শিক্ষা উপদেষ্টার আশ্বাস
তেহরিক-ই-তালেবান পাকিস্তানের সঙ্গে সংশ্লিষ্টতার অভিযোগে আরও একজন গ্রেপ্তার
বিশেষ প্রতিবেদন তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা