মহেশপুরে রাস্তা নির্মাণকাজ উদ্বোধন করলেন এমপি চঞ্চল

ঝিনাইদহের মহেশপুর উপজেলার যোগিহুদা কলেজ মোড়-কদমতলা ভায়া যোগিহুদা প্রাইমারি স্কুল রাস্তার কাজের উদ্বোধন করা হয়েছে।
বুধবার বিকাল সাড়ে ৪টার দিকে এই রাস্তার কাজের আনুষ্ঠানিক উদ্বোধন করেন ঝিনাইদহ-৩ আসনের সংসদ সদস্য শফিকুল আজম খাঁন চঞ্চল।
এসময় বিশেষ অতিথি ছিলেন- উপজেলা পরিষদ চেয়ারম্যান ময়জদ্দীন হামীদ, উপজেলা প্রকৌশলী সৈয়দ শাহারিয়ার আকাশ, মহেশপুর প্রেসক্লাবের সভাপতি আব্দুর রহমান, ইউপি চেয়ারম্যান গোলাম হায়দার লান্টু, আবুল কাশেম মাস্টার, সাবেক ইউপি চেয়ারম্যান সিরাজুল ইসলাম সিরাজসহ প্রমুখ।
অনুষ্ঠানে এলজিইডির বাস্তবায়নে ৮০ লাখ টাকা ব্যয়ে ১ কিলোমিটার পিচ রাস্তার উদ্বোধন করা হয়।
(ঢাকাটাইমস/০৫জানুয়ারি/এসএ)

মন্তব্য করুন