কাটছাঁট ছাড়াই ছাড়পত্র পেল ‘ব্ল্যাক ওয়ার’

বিনোদন প্রতিবেদক, ঢাকাটাইমস
  প্রকাশিত : ০৫ জানুয়ারি ২০২৩, ১৪:২৫
অ- অ+

কোনো ধরনের কাটছাঁট ছাড়াই প্রেক্ষাগৃহে প্রদর্শনের অনুমতি পেল পুলিশ অ্যাকশন থ্রিলার সিনেমা ‘মিশন এক্সট্রিম’ ছবির দ্বিতীয় পার্ট ‘ব্ল্যাক ওয়ার’। ফলে পূর্ব ঘোষণা অনুযায়ী আগামী ১৩ জানুয়ারি সিনেমাটি মুক্তিতে আর কোনো বাধাই রইল না।

গত রবিবার ছবিটি দেখেন চলচ্চিত্র সেন্সর বোর্ডে সদস্যরা। এরপর মঙ্গলবার (৪ জানুয়ারি) বিনা কর্তনে ছাড়পত্র দেওয়া হয়। একইসঙ্গে সেন্সর বোর্ডের সদস্যরা ছবিটির গল্প ও নির্মাণের প্রশংসাও করেন।

বিষয়টি জানিয়ে সিনেমাটির কাহিনিকার, পরিচালক ও প্রযোজক সানী সানোয়ার বলেন, ‘সেন্সর ছাড়পত্র হচ্ছে টেস্ট পরীক্ষার মতো, আর মুক্তির পর চূড়ান্ত পরীক্ষা। আমরা খুশি যে চূড়ান্ত পর্বে পরীক্ষা দেওয়ার যোগ্যতা অর্জন করেছি। এখন দেখা যাক দর্শকের কাছ থেকে সেই পরীক্ষার রেজাল্টে কী আসে।’

তবে পরিচালক আশাবাদী, সীমিত বাজেট আর তাদের সর্বোচ্চ প্রচেষ্টায় বানানো দেশীয় চলচ্চিত্র হিসেবে বিবেচনা করে দেখলে ‘ব্ল্যাক ওয়ার’ দর্শকদের মন ঠিকই জিতে নেবে।

পুলিশের ভয়ানক একটি অভিযান নিয়ে অ্যাকশন থ্রিলারধর্মী এই ছবিটি প্রযোজনা করছে কপ ক্রিয়শন। এর কেন্দ্রীয় চরিত্রে অভিনয় করেছেন হালের অন্যতম জনপ্রিয় নায়ক আরিফিন শুভ। তার বিপরীতে আছেন জান্নাতুল ফেরদৌস ঐশী।

ছবির বিভিন্ন চরিত্রে আরও রয়েছেন- তাসকিন রহমান, সাদিয়া নাবিলা, সুমিত সেনগুপ্ত, মিশা সওদাগর, ফজলুর রহমান বাবু, মনোজ প্রামাণিক, শতাব্দী ওয়াদুদ, শহীদুজ্জামান সেলিম, হাসান ইমাম, লায়লা ইমাম, ইরেশ যাকের, মাজনুন মিজান, সুদীপ বিশ্বাস, সৈয়দ আরেফ, খালিদুর রহমান রুমী, ইমরান সওদাগর, খশরু পারভেজ প্রমুখ।

চিত্রনায়িকা ইয়ামিন হক ববিকেও পাওয়া যাবে এ ছবির একটি গানে।

এর আগে গত রবিবার রাতে আনুষ্ঠানিকভাবে ‘ব্ল্যাক ওয়ার’-এর ট্রেলার উন্মোচন করা হয়। সেখানে নায়ক শুভ বলেন, ‘চলচ্চিত্রপাড়া এখন বেশ মুখর। অনেক ভালো সিনেমা হচ্ছে। মানুষের মধ্যে সিনেমা দেখার ঝোঁক বেড়েছে। আশা করি ‘ব্ল্যাক ওয়ার’ সেই প্রত্যাশিত অবস্থাকে বেগবান করবে।’

কপ ক্রিয়েশন প্রযোজিত ‘মিশন এক্সট্রিম’র দুটি পর্বই সানী সানোয়ারের সঙ্গে যৌথভাবে পরিচালনা করেছেন ফয়সাল আহমেদ। কুল নিবেদিত, মাইম মাল্টিমিডিয়া সহ-প্রযোজিত এবং ‘ব্ল্যাক ওয়ার’ নির্মিত হয়েছে ঢাকা ডিটেকটিভ ক্লাবের সহযোগিতায়।

(ঢাকাটাইমস/০৫জানুয়ারি/এলএম/এজে)

google news ঢাকা টাইমস অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন

মন্তব্য করুন

শীর্ষ খবর সর্বশেষ জনপ্রিয়
সব খবর
দেশে নতুন করে আর যেন কোনো স্বৈরাচারের জন্ম না হয়: নাহিদ ইসলাম
BUBT Bids Farewell to Lecturer Arifa Akther as She Embarks on PhD Journey in the USA
শ্রীলঙ্কাকে ১৫৫ রানের টার্গেট দিল বাংলাদেশ
পরীক্ষায় ফেল করায় শিক্ষার্থীর আত্মহত্যা
বিশেষ প্রতিবেদন তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা