অবশেষে ম্যাকার্থিই যুক্তরাষ্ট্রের প্রতিনিধি পরিষদের স্পিকার

ঢাকা টাইমস ডেস্ক
  প্রকাশিত : ০৭ জানুয়ারি ২০২৩, ১২:৪২| আপডেট : ০৭ জানুয়ারি ২০২৩, ১৩:৫১
অ- অ+

যুক্তরাষ্ট্রের প্রতিনিধি পরিষদের স্পিকার পদে নির্বাচিত হয়েছেন রিপাবলিকান নেতা কেভিন ম্যাকার্থি। স্থানীয় সময় শুক্রবার ম্যাট গেটজের মতো প্রধান রিপাবলিকান বিদ্রোহীরা তার বিরুদ্ধে ভোট না দেওয়ায় তিনি জয়ের দেখা পান।

এর আগে একের পর এক ভোটে ম্যাকার্থির হার রাজনৈতিক নাটকের জন্ম দেয়। গত এক শতকে মার্কিন কংগ্রেসে এমন ঘটনা নজিরবিহীন। তবে ১৫তম বারের ভোটাভুটিতে কেভিন ম্যাকার্থি জয়ের দেখা পাওয়ায় জটিলতার অবসান হয়।

বিবিসি জানিয়েছে, ম্যাকার্থি ৪২৮ ভোটের মধ্যে ২১৬ ভোট পেয়েছেন। অন্যদিকে ডেমোক্রেটিক প্রার্থী হেকিম জেফরিস পেয়েছেন ২১২ ভোট।

ভোট শেষে প্রতিনিধি পরিষদের ক্লার্ক শেরিল জনসন বলেছেন, ‘কেভিন ম্যাকার্থি সংখ্যাগরিষ্ঠ ভোট পেয়ে প্রতিনিধি পরিষদের স্পিকার নির্বাচিত হয়েছেন।’

প্রতিনিধি পরিষদে রিপাবলিকানদের সংখ্যাগরিষ্ঠতা রয়েছে। তবে দলের অভ্যন্তরীণ কোন্দলে জয়ের দেখা পাচ্ছিলেন না কেভিন ম্যাকার্থি। যে কারণে দফায় দফায় করতে হয় স্পিকার নির্বাচন।

এদিকে স্পিকার নির্বাচন না হওয়ায় নতুন কমিটি গঠন ও নতুন সদস্যদের শপথ নেওয়ার মতো হাউসের কিছু গুরুত্বপূর্ণ কার্যক্রম আটকে ছিল। কারণ প্রতিনিধি পরিষদে স্পিকারকে হাউসের কার্যসূচি নির্ধারণ এবং আইনি কার্যক্রমগুলো চালাতে হয়। এখন স্পিকার নির্বাচিত হওয়ার ফলে এসব জটিলতা কাটল।

(ঢাকাটাইমস/০৭জানুয়ারি/ডিএম)

google news ঢাকা টাইমস অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন

মন্তব্য করুন

শীর্ষ খবর সর্বশেষ জনপ্রিয়
সব খবর
ভেষজ আনারস ক্যানসার প্রতিরোধে সিদ্ধহস্ত, শরীরের ওজনও কমায়
গাজায় ইসরায়েলি হামলায় নিহত আরও ১১০ জন
ড. ফয়জুল হককে বিএনপি থেকে বহিষ্কার
অতিরিক্ত সচিব আরিফুজ্জামানসহ ৩ জনকে ওএসডি
বিশেষ প্রতিবেদন তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা