শহীদুল্লাহ্ হলের বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা অনুষ্ঠিত, চ্যাম্পিয়ন হৃদয়

ঢাবি প্রতিনিধি, ঢাকাটাইমস
 | প্রকাশিত : ১২ জানুয়ারি ২০২৩, ১৭:৪৭

ঢাকা বিশ্ববিদ্যালয় (ঢাবি) ড. মুহম্মদ শহীদুল্লাহ্ হলের বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতায় রসায়ন বিভাগের স্নাতক (সম্মান) ২য় বর্ষের শিক্ষার্থী হৃদয় আহম্মেদ চ্যাম্পিয়ন এবং ফলিত গণিত বিভাগের এমএস শ্রেণির শিক্ষার্থী কাজী হাবিব উল্লাহ রানার্স-আপ হয়েছেন।

বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. মো. আখতারুজ্জামান বৃহস্পতিবার সকালে কেন্দ্রীয় খেলার মাঠে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে এই প্রতিযোগিতার উদ্বোধন করেন।

খেলা শেষে বিশ্ববিদ্যালয়ের প্রো-ভাইস চ্যান্সেলর (শিক্ষা) অধ্যাপক ড. এ এস এম মাকসুদ কামাল প্রধান অতিথি হিসেবে বিজয়ীদের মধ্যে পুরস্কার বিতরণ করেন।

ড. মুহম্মদ শহীদুল্লাহ্ হলের প্রাধ্যক্ষ অধ্যাপক ড. মুহাম্মদ জাবেদ হোসেনের সভাপতিত্বে উভয় অনুষ্ঠানে ঢাকা বিশ্ববিদ্যালয় এ্যাথলেটিকস কমিটির সভাপতি অধ্যাপক ড. এমরান কবির চৌধুরী, ঢাকা বিশ্ববিদ্যালয় শিক্ষক সমিতির সভাপতি অধ্যাপক ড. মো. নিজামুল হক ভূইয়া, শারীরিক শিক্ষা কেন্দ্রের উপদেষ্টা অধ্যাপক ড. অসীম সরকার, কেন্দ্রের ভারপ্রাপ্ত পরিচালক মো. শাহজাহান আলীসহ বিভিন্ন হলের প্রাধ্যক্ষ এবং আবাসিক শিক্ষক ও শিক্ষার্থীবৃন্দ উপস্থিত ছিলেন।

উপাচার্য অধ্যাপক ড. মো. আখতারুজ্জামান মেধাবী হওয়ার পাশাপাশি দক্ষ ক্রীড়াবিদ হিসেবেও নিজেদের গড়ে তোলার জন্য শিক্ষার্থীদের প্রতি আহ্বান জানিয়ে বলেছেন, ‘এক্ষেত্রে খেলার মাঠে, শ্রেণীকক্ষে ও গবেষণাগারে শিক্ষার্থীদের সমান পদচারণা থাকতে হবে। সৃজনশীল মেধা বিকাশের মাধ্যমেই একজন শিক্ষার্থী ভালো, মানবিক মূল্যবোধসম্পন্ন, দক্ষ ও সুনাগরিক হিসেবে গড়ে উঠবে। তিনি বলেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনার উন্নত বাংলাদেশ বিনির্মাণের স্বপ্ন এবং নির্ধারিত সময়ের মধ্যে টেকসই উন্নয়ন লক্ষ্যমাত্রা অর্জনে শিক্ষার্থীদের সকল ক্ষেত্রে দক্ষ করে গড়ে তোলার বিকল্প নেই।’

এক্ষেত্রে নিয়মিত পড়াশোনা ও গবেষণার পাশাপাশি বছরব্যাপী সহশিক্ষামূলক কর্মকাণ্ডে শিক্ষার্থীদের সম্পৃক্ততা বাড়ানোর জন্য তিনি সংশ্লিষ্টদের প্রতি আহ্বান জানান।

প্রো-ভাইস চ্যান্সেলর (শিক্ষা) অধ্যাপক ড. এ এস এম মাকসুদ কামাল বিশ্ববিদ্যালয়ের সহশিক্ষা কার্যক্রম জোরদার করার উপর গুরুত্বারোপ করে বলেন, ‘এর মাধ্যমে শিক্ষার্থীদের মেধা ও মননের বহিঃপ্রকাশ ঘটবে, নেতৃত্বের গুণাবলী বিকশিত হবে এবং তারা পরিপূর্ণ মানুষ হিসেবে গড়ে উঠতে সক্ষম হবে।’

উল্লেখ্য, ড. মুহম্মদ শহীদুল্লাহ্ হলের বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতায় ১৩টি মূল ইভেন্টে শিক্ষার্থীরা অংশ নেয়। এছাড়া, শিক্ষক, কর্মকর্তা, কর্মচারী ও স্বেচ্ছাসেবকদের জন্য আরও ৬টি ইভেন্ট অনুষ্ঠিত হয়। বিশ্ববিদ্যালয়ের ১৯টি আবাসিক হলের বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতায় চ্যাম্পিয়ন ও রানার্স আপ হওয়া শিক্ষার্থীদের নিয়ে অনুষ্ঠিত হবে ঢাকা বিশ্ববিদ্যালয় আন্তঃহল এ্যাথলেটিকস প্রতিযোগিতা ২০২৩।

(ঢাকাটাইমস/১২জানুয়ারি/এসকে)

সংবাদটি শেয়ার করুন

শিক্ষা বিভাগের সর্বাধিক পঠিত

বিশেষ প্রতিবেদন বিজ্ঞান ও তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

শিক্ষা এর সর্বশেষ

এসএসসির ফল দেখার পদ্ধতি জানাল শিক্ষাবোর্ড

ঢাবি অধ্যাপকের বিরুদ্ধে যৌন হয়রানির অভিযোগ তদন্তের অগ্রগতি জানাতে আল্টিমেটাম

ইবি বিজনেস ক্লাবের যাত্রা শুরু; সভাপতি নাজিম, সম্পাদক রাফায়েল

ঢাকা মহানগর উত্তর ছাত্রলীগের সহ-সভাপতি হলেন পাবনার দুলাল

স্বাধীন ফিলিস্তিন আন্দোলনে সংহতি জানিয়ে সাতক্ষীরা মেডিকেল কলেজে সমাবেশ

বেরোবি ও বাংলাদেশ মেরিন একাডেমির মধ্যে সমঝোতা চুক্তি স্বাক্ষর

প্রাথমিকে মঙ্গলবার থেকে স্বাভাবিক রুটিনে পাঠদান

বুধবার থেকে ঢাকা বিশ্ববিদ্যালয়ে সশরীরে ক্লাস

সর্বজনীন পেনশন স্কিম বাতিলের দাবিতে হাবিপ্রবি শিক্ষক সমিতির সাধারণ সভা 

ইবি এবং তুরস্কের ইগদির বিশ্ববিদ্যালয়ের মধ্যে সমঝোতা স্মারক

এই বিভাগের সব খবর

শিরোনাম :