আগুনে পুড়ে প্রাণ গেল ঘুমন্ত শিশুর

নিজস্ব প্রতিবেদক, দিনাজপুর
  প্রকাশিত : ১৩ জানুয়ারি ২০২৩, ১৬:৪৩
অ- অ+

দিনাজপুরের পার্বতীপুরে ঘুমন্ত অবস্থায় অগ্নিদ্বগ্ধ হয়ে ইউসুফ ইমরান (৫) নামে এক শিশুর মৃত্যু হয়েছে। বৃহস্পতিবার রাত ৯টার দিকে উপজেলার চন্ডিপুর ইউনিয়নের ঝাড়ুয়ার ডাঙ্গা গ্রামে এ ঘটনা ঘটে।

নিহত ইউসুফ ইমরান রাশেদ আলীর ছেলে। থাকত পালিত বাবা জনাব আলীর বাড়িতে। ঘটনাটি ঘটেছে জনার আলীর বাড়িতেই।

স্থানীয়রা জানায়, ইউসুফ ইমরান জন্মের সময় তার মা আমেনা বেগম মারা যায়। তখন থেকেই মামা অর্থাৎ পালিত পিতা এবং মামি (পালিত) মাতা হাসিনা বেগমের কাছেই ছিল।

অগ্নিকান্ডের সময় পরিবারের লোকজন পাশের বাড়িতে বেড়াতে গিয়েছিল। হঠাৎ বাড়িতে আগুন দেখে স্থানীয়দের সহযোগিতায় শিশু ইউসুফ ইমরানকে ঘর থেকে বের করে নিয়ে আসলেও ততক্ষণে আগুনে পুড়ে মারা যায় সে।

পরে আগুন নিয়ন্ত্রণে আনতে সক্ষম হন পরিবারের সদস্যরা। নগদ অর্থসহ ওই টিনের বাড়ির সকল আসবাবপত্র ভস্মীভূত হয়েছে। তবে পেশায় কসাই জনাব আলীর অন্য দুই সন্তানসহ পরিবারের অন্যরা সবাই অক্ষত রয়েছে।

ঘটনার সত্যতা স্বীকার করে পার্বতীপুর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আবুল হাসনাত খান হাসান জানান, 'আগুনের সূত্রপাত এখনো জানা যায়নি। তবে ধারণা করা হচ্ছে, কেউ আগুন লাগিয়ে দিয়েছে। জনাব আলীর সাথে জমি সংক্রান্ত বিরোধ রয়েছে এক প্রতিবেশীর। তবে, অগ্নিকান্ডে জনাব আলী পরিবারের সবাই অক্ষত। বিষয়টি নিয়ে অধিকতর তদন্ত চলছে। নিহত ইউসুফ ইমরানের মরদেহ উদ্ধারের পর সুরতহাল শেষে ময়নাতদন্তের জন্যে দিনাজপুর এম আব্দুর রহিম মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে প্রেরণ করা হয়েছে।'

(ঢাকাটাইমস/১৩জানুয়ারি/এলএ)

google news ঢাকা টাইমস অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন

মন্তব্য করুন

শীর্ষ খবর সর্বশেষ জনপ্রিয়
সব খবর
ইসির ওয়েবসাইট থেকে সরানো হলো আ.লীগের ‘নৌকা প্রতীক’ 
দুদকের নতুন সচিব খালেদ রহীম
গোপালগঞ্জে এনসিপির পদযাত্রা ঘিরে পুলিশের গাড়িতে আগুন দিয়েছে নিষিদ্ধ ছাত্রলীগ
সিলেবাস সংস্কারে জাতীয় বিশ্ববিদ্যালয় ও ইউনিসেফের সমঝোতা চুক্তি
বিশেষ প্রতিবেদন তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা