যদি মুক্তি চাও

ড. নেয়ামত উল্যা ভূঁইয়া
 | প্রকাশিত : ১৬ জানুয়ারি ২০২৩, ১৪:০১

যেয়ো না, থেকে যাও।

থাকার ডেরায় শান্তি আছে

যাবার পথে ক্লান্তি আছে।

ভেবো না-যে আবেগের বশে এ মিনতি করছি;

সত্যি বলছি, এ আমার মর্মের আকুতি।

আঙ্গিনার ডুমুর পাতায় বাসা বেঁধেছে যে টুনটুনি

তাকেও মিনতি করেছিলাম,’থেকে যাও’,

আমার মিনতিকে আমলে না নিয়ে সেও চলে গেছে।

ক’দিন বাদেই ফিরে এসেছে ডানার সবগুলো পালক খুইয়ে।

আবার আস্তানা গাড়ে পরিত্যক্ত বাসায়।

আমার সোনার খাঁচায় লালিত ময়নাকে দুধ-কলা দিয়ে কতো যত্নে পুষেছি, কথা শিখিয়েছি ,

কত্তো আদুরে আলাপ করেছি।

অথচ সেও একদিন বলে ওঠে, ‘এতোই যদি ভালবাসো,বন্দিদশা থেকে মুক্ত করে দিলেই তো পারো!’

এর এমন রুঢ়তায় আমার আঁতে ঘা লাগে;

খুলে দেই খাঁচার দুয়ার।

ময়না উড়ে যায় অজানায়।

ক’দিন বাদে দেখি সব সৌন্দর্য হারিয়ে বসে আছে দুয়ার আঁটা জীর্ণ খাঁচাটার উপর।

শেখানো সব বুলির মাথা খেয়েছে আবোল-তাবোল জংলি ভাষা।

অথচ দেখো, পায়রাগুলো নিত্যভোরে খোঁপ ছেড়ে যায়,

আবার সময় মাফিক ফিরে আসে নিজ নিজ খোঁপের ঠিকানায়।

জীবনের নিরাপদ যাপন, বিনোদন, গ্রাসাহরণ বংশবিস্তার— সবি যেন আনন্দ বিহার।

তাই আবারো মিনতি করি, যেয়ো না, থেকে যাও।

থাকার ডেরায় অনুরাগি ছোঁয়া আছে,

স্বস্তি আছে, শান্তি আছে।

যাবার পথে অভাবিত ক্লান্তি আছে।

সি:সঙ্গ পথ চলায় আছে নানান ঝক্কি ঝামেলা।

আছে প্রকাশ্য হায়েনা, অপ্রকাশ্য আততায়ী, গুপ্ত ঘাতক।

মাংস শিকারীরা মুক্ত কৃপাণ হাতে ঘুরে বেড়ায় ভোগের লাইসেন্স পকেটে নিয়ে।

ওদের কড়াল থাবা কেড়ে নেবে তোমার শুদ্ধ আত্মা।

চলে গেলে অধিকার পাবে না; অধিকৃত হবে,

রাজ্য হবে না; হবে করদরাজ্য, দেবী না হয়ে বরণ করবে দাসত্ব।

মনের প্রজাপতি আর উড়বে না ঝলমলে পাখা মেলে,

বড় জোর হতে পারো রঙমহলের রৌনক-রওশন।

হয়তো ভাবছো, কবি-প্রেমিক-রাজনীতিজীবিরা সত্যি বলে না।

তবু বলছি, আমার কথার সত্যতা যাচাই করার ইচ্ছায় পথে নেমো না।

কোন কোন পথ আছে,ও পথে নামলে আর ফেরার পথ থাকে না।

তুমি যদি পরিযায়ী পাখি হতে, তেমনটা বলতাম না।

কারণ,ওরা পথে নেমে পথ হারায় না।

শীতের বলয় থেকে আসে উষ্ণ বলয়ে,

আবার ফিরে যায় নিজ নিজ কুলায়,

পথের বক্রতার সাধ্যি নেই তাদের পথ ভোলায়।

তাই বলি, যেয়ো না, থেকে যাও;

যদি মুক্তি চাও তবে বন্ধনে জড়াও,

আমার বুকের উষ্ণ মন্ডলে পৃথিবীর সকল স্বপ্নের বীজ বুনে ভবিষ্যের ফসল ফলাও।

সংবাদটি শেয়ার করুন

ভাষা, সাহিত্য ও সংস্কৃতি বিভাগের সর্বাধিক পঠিত

বিশেষ প্রতিবেদন বিজ্ঞান ও তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

শিরোনাম :