জঙ্গিবাদের পৃষ্ঠপোষক বিএনপিকে যেকোনো মূল্যে রুখতে হবে: ওবায়দুল কাদের
জঙ্গিবাদের পৃষ্ঠপোষকদের হিংস্র থাবা দৃশ্যমান হচ্ছে বলে মন্তব্য করেছেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের।
‘এদের পৃষ্ঠপোষক হচ্ছে বিএনপি, তাদেরকে যেকোনো মূল্যে রুখতে হবে।’-এমন কথাও বলেন আওয়ামী লীগ সাধারণ সম্পাদক।
বুধবার নারায়ণগঞ্জের সোনারগাঁয়ে বাংলাদেশ লোক ও কারুশিল্প ফাউন্ডেশন আয়োজিত লোকজ উৎসবের উদ্বোধনী অনুষ্ঠানে তিনি একথা বলেন। ওবায়দুল কাদের বলেন, ‘এই অপশক্তিকে রুখতে হলে শেখ হাসিনার নেতৃত্বে ঐক্যবদ্ধ হতে হবে। তারা দেশের উন্নয়ন-অগ্রগতি বাধাগ্রস্ত করতে মাঠে নেমেছে।’
‘এদের বিরুদ্ধে’ নেতাকর্মীদের সতর্ক থাকার আহ্বান জানান আওয়ামী লীগ সাধারণ সম্পাদক।
ওবায়দুল কাদের বলেন, ‘অসুস্থ রাজনীতি করতে করতে ফখরুল সাহেবরা নিজেরাই অসুস্থ হয়ে পড়েছেন। তাদের নেতিবাচক রাজনীতি করার কারণেই জনগণ থেকে বিচ্ছিন্ন ও দুর্বল হয়ে গেছে। বিএনপি আসলে দেশের মানুষের ভালো চায় না। তারা চায় ক্ষমতা।’
সরকারের উন্নয়ন-অগ্রগতির কথা তুলে ধরে সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের বলেন, ‘আওয়ামী লীগ জনগণের দল, তাই দেশের মানুষের জন্য কাজ করাই আমাদের মূল লক্ষ্য।’
‘এদেশের সকল উন্নয়ন অর্জন বঙ্গবন্ধু ও শেখ হাসিনার হাত ধরেই হয়েছে’-যোগ করেন ওবায়দুল কাদের।
সংস্কৃতি বিষয়ক প্রতিমন্ত্রী কে এম খালিদের সভাপতিত্বে অনুষ্ঠানে উপস্থিত ছিলেন আওয়ামী লীগের সংস্কৃতি বিষয়ক সম্পাদক অসীম কুমার উকিল, চিত্রশিল্পী হাসেম খান, স্থানীয় সংসদ সদস্য লিয়াকত হোসেন খোকা, সংস্কৃতি বিষয়ক সচিব আবুল মনসুর, জেলা প্রশাসক মঞ্জুরুল হাফিজ, বাংলাদেশ লোক ও কারুশিল্প ফাউন্ডেশনের পরিচালক এস এম রেজাউল করিম, জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আবুল হাসনাত মো. শহীদ বাদল প্রমুখ।
(ঢাকাটাইমস/১৮জানুয়ারি/জেএ/এফএ)