বরই খাওয়ানোর লোভ দেখিয়ে শিশুকে বলাৎকারের চেষ্টা, দুই কিশোর আটক

রাণীনগর (নওগাঁ) প্রতিনিধি, ঢাকাটাইমস
 | প্রকাশিত : ১৮ জানুয়ারি ২০২৩, ১৭:২৮

নওগাঁর রাণীনগরে বরই খাওয়ানোর লোভ দেখিয়ে ছয় বছর বয়সী এক ছেলে শিশুকে বলাৎকারের চেষ্টার অভিযোগ উঠেছে। উপজেলার মিরাট ইউনিয়নের তিন নম্বর সুইচগেট এলাকায় ভুট্টাখেতে নিয়ে গিয়ে ওই শিশুকে বলাৎকারের চেষ্টা চালিয়েছে দুই কিশোর।

এ ঘটনায় মঙ্গলবার রাতে ভুক্তভোগী শিশুর বাবা দুই কিশোরের বিরুদ্ধে রাণীনগর থানায় মামলা করেছেন। মামলার প্রেক্ষিতে অভিযুক্ত কিশোর মো. সম্রাট (১২) ও বিপ্লব হোসেন (১৪)-কে আটক করেছে পুলিশ। আটককৃত দুই কিশোর উপজেলার মিরাট ইউনিয়নের হামিদপুর তিন নম্বর সুইচগেট এলাকার বাসিন্দা।

রাণীনগর থানার ওসি আবুল কালাম আজাদ বলেন, সোমবার বিকালে ওই শিশু বাড়ি থেকে বেরিয়ে স্লুইচগেট এলাকায় তার এক সহপাঠীর সাথে খেলাধুলা করছিল। এ সময় বরই খাওয়ানোর লোভ দেখিয়ে খেলার সহপাঠীকে কৌশলে পুকুরের পাশে রেখে- ছয় বছর বয়সী ওই শিশুটিকে একটি ভুট্টাখেতে নিয়ে যায় একই গ্রামের দুই কিশোর। সেখানে শিশুটিকে ওই দুই কিশোর বলাৎকারের চেষ্টা চালায়। এমতাবস্থায় শিশুটির চিৎকারে তার খেলার সহপাঠী গিয়ে ঘটনাটি দেখে ফেলে। এ সময় ঘটনাটি কাউকে না বলতে ওই শিশু ও তার খেলার সহপাঠীকে হুমকি-ধামকি দিয়ে তারা পালিয়ে যায়। এরপর ওই শিশু বাড়িতে গিয়ে তার পরিবারকে বিষয়টি জানায়।

ওসি আরও বলেন, ঘটনাটি পরিবারের লোক জানতে পেরে ভুক্তভোগী শিশুর বাবা মঙ্গলবার রাতে মামলা করেন। মামলার প্রেক্ষিতে অভিযুক্ত ওই দুই কিশোরকে আটক করে থানা হেফাজতে নেয় পুলিশ। বুধবার সকালে তাদের দুজনকে আদালতে প্রেরণ করা হয়েছে।

(ঢাকাটাইমস/১৮জানুয়ারি/এলএ)

সংবাদটি শেয়ার করুন

বাংলাদেশ বিভাগের সর্বাধিক পঠিত

বিশেষ প্রতিবেদন বিজ্ঞান ও তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

শিরোনাম :