বর্তমান সেনাবাহিনী বেসামরিক প্রশাসনের সঙ্গে কাজ করে অনেক স্বাচ্ছন্দ্য বোধ করে: সেনাপ্রধান

নিজস্ব প্রতিবেদক, ঢাকাটাইমস
  প্রকাশিত : ২৬ জানুয়ারি ২০২৩, ১৩:১৭| আপডেট : ২৬ জানুয়ারি ২০২৩, ১৪:৫০
অ- অ+

বর্তমান সেনাবাহিনী বেসামরিক প্রশাসনের সঙ্গে কাজ করে আগের চেয়ে অনেক স্বাচ্ছন্দ্য বোধ করে বলে জানিয়েছেন সেনাপ্রধান জেনারেল এস এম শফিউদ্দিন আহমেদ।

তিন দিনব্যাপী জেলা প্রশাসক (ডিসি) সম্মেলনের শেষ দিন বৃহস্পতিবার সকালে প্রতিরক্ষা মন্ত্রণালয় এবং সশস্ত্র বাহিনী বিভাগ–সম্পর্কিত আলোচনায় অংশগ্রহণ শেষে সাংবাদিকদেরকে এ কথা বলেন সেনাপ্রধান।

জেনারেল এস এম শফিউদ্দিন আহমেদ বলেন, ‘সেনাবাহিনী চাচ্ছে বেসামরিক প্রশাসনের সঙ্গে আন্তরিকভাবে কাজ করে সরকারের দেওয়া যেকোনো দায়িত্ব সুন্দরভাবে সম্পন্ন করতে।’

‘বেসামরিক প্রশাসনের সহায়তায় সেনাবাহিনী দুর্যোগ মোকাবিলা ও জাতি গঠন–সংক্রান্ত বিভিন্ন কর্মকাণ্ড এবং অনেক নিরাপত্তামূলক দায়িত্ব পালন করে থাকে’ উল্লেখ করে সেনাপ্রধান বলেন, ‘ডিসি সম্মেলনে কথা প্রসঙ্গে গত বন্যার সময় সেনাবাহিনীর ভূমিকার প্রশংসা করা হয়েছে, অন্যান্য কাজেরও প্রশংসা করা হয়েছে।’

বর্তমান সেনাবাহিনীর নিচের পর্যায়সহ সবার মধ্যে একটি অনূভূতি এসেছে জানিয়ে তিনি বলেন, ‘বেসামরিক প্রশাসন আমাদের সঙ্গে আগের চেয়ে অনেক বন্ধুত্বপূর্ণ এবং আমরা কাজ করে আগের চেয়ে অনেক স্বাচ্ছন্দ্য বোধ করছি।’

ব্রিফিংকালে ডিসি সম্মেলনে পরপর দুই বছর সশরীর উপস্থিত হওয়ার কথা উল্লেখ করেন জেনারেল এস এম শফিউদ্দিন আহমেদ। এ প্রসঙ্গে তিনি বলেন, এতে এটাই প্রমাণ করে যে এটিকে তিনি কতটা গুরুত্ব দিয়েছেন।

প্রশাসনে মাঠপর্যায়ে ডিসিরা সবচেয়ে বড় ভূমিকা রাখেন বলে দৃঢ়ভাবে বিশ্বাস করেন সেনাপ্রধান।

বাংলাদেশ সেনাবাহিনী সরকারের অনেক দায়িত্ব পালন করে, যেগুলো বেসামরিক প্রশাসনের আওতায়।

বিষয়টি উল্লেখ করে জেনারেল এস এম শফিউদ্দিন আহমেদ সাংবাদিকদেরকে বলেন, ‘বেসামরিক প্রশাসনের সহায়তায় যেসব কর্মকাণ্ড করা হয়, সেগুলো কিন্তু বেসমারিক প্রশাসনের পূর্ণ সহযোগিতা ছাড়া করা অসম্ভব।

(ঢাকাটাইমস/২৬জানুয়ারি/এফএ)

google news ঢাকা টাইমস অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন

মন্তব্য করুন

শীর্ষ খবর সর্বশেষ জনপ্রিয়
সব খবর
সাফ অনূর্ধ্ব-১৯ চ্যাম্পিয়নশিপের সেমিফাইনালে বাংলার যুবারা
ব্রাহ্মণবাড়িয়ায় একদিনে বজ্রপাতে প্রাণ গেল ৫ জনের
বাউফলে বিদ্যুতের তারে জড়িয়ে শ্রমিকের মৃত্যু
আবদুল হামিদের দেশ ছাড়ার ঘটনায় তিন উপদেষ্টার তদন্ত কমিটি
বিশেষ প্রতিবেদন তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা