তামিল-তেলুগু বাকযুদ্ধ চরমে, যা বললেন এআর রহমান

ভারতের দুই ফিল্ম ইন্ডাস্ট্রি তামিল-তেলুগু বাকযুদ্ধ ফের মাথা চাড়া দিয়ে উঠেছে। বৃহস্পতিবার এক তেলুগু তারকা তামিল ইন্ডাস্ট্রিকে একহাত নিয়ে বলেন, তারা নাকি তামিল ছবি দেখেন না। এই ইন্ডাস্ট্রির কেউ কোনো পুরস্কার পেলে সেটাও নাকি তারা ভালো চোখে দেখেন না।
এমন বিস্ফোরক মন্তব্যের পর কিংবদন্তি সংগতি পরিচালক এআর রহমানকে ওই তেলুগু তারকার টুইটের উত্তর দিতে দেখা যায়। এই সংগীতজ্ঞের কথায়, ‘আমরা সবাই এক পরিবারের। আমাদের মধ্যে ভুল বোঝাবুঝি থাকতে পারে, কিন্তু আমরা যেন একে অন্যের পাশে দাঁড়াই।’
যদিও এআর রহমানের কাছ থেকে এমন উত্তর পাওয়ার পর সেই তেলেগু তারকা তার টুইটের অডিয়েন্স লিমিটেড করে দেন। ফলে যে টুইট ঘিরে এই আলোচনা শুরু হয়েছিল সেটা এখন দেখা যাচ্ছে না। তবে এআর রহমানের উত্তরটি থেকে গেছে। সেখানে বহু মানুষ নিজেদের মতামত জানিয়েছেন।
এক ব্যক্তি লিখেছেন, ‘আমি হায়দ্রাবাদে থাকি। আমি তামিল শিল্পীদের ভীষণ শ্রদ্ধা করি। আমি মণি রত্নম, এআর রহমান, কমল হাসানের বড় ভক্ত। যারা এসব ঘৃণা ছড়ায় তারা সবাই তারকা। অর্থের বিনিময়ে এসব পোস্ট করেন। সাধারণ মানুষ এসব চায় না।’
আরেক ব্যক্তি এআর রহমানকে আক্রমণ করে লেখেন, ‘এই মানুষটা তার এই টুইট থেকে কী বোঝাতে চাচ্ছেন? তিনি তবে বলছেন যে অন্ধ্র প্রদেশের মানুষরা ঘৃণা ছড়াচ্ছে আর তামিলরা আরআরআরের জয় উদযাপন করছে? দেখে মনে হচ্ছে তামিলিয়ানদের গর্ব আঘাত পেয়েছে আরআরআরের জয় দেখে।’
আরেক ব্যক্তি লেখেন, ‘স্যার আমি তেলেঙ্গানার বাসিন্দা। যবে থেকে বাহুবলী ছবিটা ভালো ব্যবসা করা শুরু করেছে তবে থেকে তামিল নাড়ুর বাসিন্দারা আমাদের কথা শোনাচ্ছে। ঘৃণা করছে। আরআরআর ছবিটির সাকসেসের পর তো সেটা মাত্রা ছাড়া হয়ে গেছে।’
ফলে ‘আরআরআর’ ছবিটিকে কেন্দ্র করে যে নতুন করে এই দুই ভাষাভাষির মানুষের মধ্যে গোল বেঁধেছে সেটা বোঝা যাচ্ছে। আর তাতে সামিল হয়েছেন খোদ তারকারাও। তবে এআর রহমান যতই একতার বার্তা দিক সেটা বাস্তবে হয় কিনা দেখার!
এই সংগীত পরিচালক যদিও ‘আরআরআর’ ছবিটির দারুন প্রশংসা করছেন। জানিয়েছেন, তিনি আশাবাদী যে এসএস রাজামৌলির এই ছবির হাত ধরেই দেশে ফের অস্কার আসবে। তিনি এমএম কিরাবাণী, আরআরআর ছবিটির সংগীত পরিচালকেরও দরাজ গলায় প্রশংসা করেন।
(ঢাকাটাইমস/২৭জানুয়ারি/এজে)
সংবাদটি শেয়ার করুন
বিনোদন বিভাগের সর্বাধিক পঠিত
বিনোদন এর সর্বশেষ

হত্যার হুমকি: সালমান খানের কলকাতার শো অনির্দিষ্টকালের জন্য স্থগিত

দুই ছেলের পর এবার মেয়ের বাবা হলেন আতিফ আসলাম

যারা অভিযোগ এনেছিল তারা পালিয়েছেন: শাকিব খান

ন্যায়বিচার পাওয়ার আশা শাকিব খানের, শিগগিরই করবেন সংবাদ সম্মেলন

কোহলিকে হটিয়ে ভারতের সবচেয়ে মূল্যবান তারকা রণবীর সিং!

সেই প্রযোজকের নামে আদালতে চাঁদাবাজির মামলা শাকিব খানের

কবীর সুমন বিতর্কে তসলিমার মন্তব্যে সম্মতি শ্রীলেখার

শাহরুখ খানের প্রশংসা করে তীব্র আক্রমণের মুখে পাকিস্তানি নায়িকা

ফের কঙ্গনার নিশানায় গায়ক দিলজিৎ, এবার দিলেন পুলিশের হুমকি
