এবার ডেনমার্কে কোরআন অবমাননা, বাংলাদেশের নিন্দা

নিজস্ব প্রতিবেদক, ঢাকাটাইমস
  প্রকাশিত : ২৮ জানুয়ারি ২০২৩, ১৮:১৫| আপডেট : ২৮ জানুয়ারি ২০২৩, ১৮:২৬
অ- অ+

চলতি মাসে সুইডেনে পবিত্র কোরআন পোড়ানোর ঘটনায় মুসলিম বিশ্বের কড়া প্রতিবাদের মধ্যেই এবার ডেনমার্কে একই ঘটনা ঘটেছে। শুক্রবার দেশটির রাজধানী কোপেনহেগেনে একটি মসজিদ ও তুরস্কের দূতাবাসের কাছে এ বর্বর কর্মকাণ্ড ঘটানো হয়। এদিকে এ ঘটনায় তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়েছে বাংলাদেশ। শনিবার এক বিবৃতিতে পররাষ্ট্র মন্ত্রণালয় এ ঘটনায় তীব্র নিন্দা জানায়।

বিবৃতিতে বাংলাদেশ জানায়, সারা বিশ্বের মুসলমানদের মূল্যবোধ ও ধর্মীয় প্রতীককে অপমান করার মতো জঘন্য ঘটনায় বাংলাদেশ আবারও গভীর উদ্বেগ প্রকাশ করছে। সম্প্রীতি এবং শান্তিপূর্ণ সহাবস্থানের জন্য এ ধরনের অযৌক্তিক উসকানি ও ইসলামোফোবিয়া থেকে সবাইকে বিরত থাকার আহ্বান জানাচ্ছে বাংলাদেশ।

উল্লেখ্য, গত ২১ জানুয়ারি সুইডেনে পবিত্র কোরআন পুড়িয়ে বিক্ষোভ করেন রাসমাস পালুদান নামে ওই ব্যক্তি। সেই ঘটনায় বিশ্বের সব মুসলিম দেশ কড়া প্রতিক্রিয়া জানায়। এর মধ্যেই এবার ইউরোপের আরেক দেশ ডেনমার্কে উগ্রবাদের পুনরাবৃত্তি হলো।

(ঢাকাটাইমস/২৮জানুয়ারি/এসএম)

google news ঢাকা টাইমস অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন

মন্তব্য করুন

শীর্ষ খবর সর্বশেষ জনপ্রিয়
সব খবর
ঢাকার দোহারে বিএনপি নেতা হারুন মাস্টারকে গুলি করে হত্যা
রাজধানীর টিকাটুলিতে কেমিক্যাল গুদামের আগুন নিয়ন্ত্রণে
ব্রডব্যান্ড ইন্টারনেটের দাম কমলো
গরমে শরীর ঠান্ডা রাখতে কোন পাত্রে পানি পান করা সবচেয়ে স্বাস্থ্যকর
বিশেষ প্রতিবেদন তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা