ক্যাসেমিরোর জোড়া গোলে ইউনাইটেডের সহজ জয়

এফএ কাপের চতুর্থ রাউন্ডের ম্যাচে প্রতিপক্ষ রিডিংকে পাত্তাই দেয়নি ইংলিশ জায়ান্ট ক্লাব ম্যানচেস্টার ইউনাইটেড। ঘরের মাঠে অনুষ্ঠিত ম্যাচে ৩-১ গোলের বড় ব্যবধানে জিতেছে ইউনাইটেড। জোড়া গোল করেন ক্যাসেমিরো। ফ্রেড করেন একটি গোল। অন্যদিকে রিডিংয়ে পক্ষে একমাত্র গোলটি করেন আমাডু সালিফ এমবেনগে।
প্রিমিয়ার লিগে চতুর্থ স্থানে থাকা ইউনাইটেড আরও একবার প্রমাণ করেছেন নতুন কোচ এরিক টেন হাগের অধীনে তারা সঠিক পথেই আছে। ওল্ড ট্র্যাফোর্ডে ম্যান ইউ ৫৪তম মিনিটে লিড নেয়। অ্যান্থনির দারুণ এক পাসে ব্রাজিলিয়ান সতীর্থ ক্যাসেমিরো গোলরক্ষক জো লামলির মাথার উপর দিয়ে বল জালে পাঠান।
চার মিনিট পর ইউনাইটেড ব্যবধান দ্বিগুন করে। জোড়ালো শটে ক্যাসেমিরো নিজের দ্বিতীয় গোল নিশ্চিত করেন। স্বাগতিকরা যখন আত্মবিশ্বাসের সঙ্গে এগিয়ে যাচ্ছিল, তখই ব্রুনো ফার্নান্দেসের লো ক্রস থেকে ৬৬ মিনিটে ফ্রেড পোস্টের খুব কাছে থেকে দলের হয়ে তৃতীয় গোলটি করেন।
এর আগেই অবশ্য রিডিং ১০ জনের দলে পরিণত হয়েছিল। দ্বিতীয় হলুদ কার্ডের কারণে এন্ডি ক্যারোল মাঠত্যাগ করেন। কিন্তু তারপরও পল ইনসের দল এক গোল পরিশোধ করে। ৭২ মিনিটে আমাডু সালিফ এমবেনগে রিডিংয়ের হয়ে সান্তনার এক গোল দেন।
(ঢাকাটাইমস/২৯জানুয়ারি/এমএম)
সংবাদটি শেয়ার করুন
খেলাধুলা বিভাগের সর্বাধিক পঠিত
খেলাধুলা এর সর্বশেষ

শাইন পুকুরকে হারিয়ে টানা চতুর্থ জয় মাশরাফির রূপগঞ্জের

তামিমের সেঞ্চুরিতে মোহামেডানকে হারাল প্রাইম ব্যাংক

ম্যাধভেরের হ্যাটট্রিক, ১ রানের রোমাঞ্চকর জয় জিম্বাবুয়ের

৬২ বছর পর ইংল্যান্ডের ইতালি জয়

রোনালদোর বিশ্বরেকর্ড

মেসির ৮০০তম গোলের দিনে আর্জেন্টিনার জয়

ম্যাচসেরা হাসান, সিরিজসেরা মুশফিক

প্রথমবার ১০ উইকেটে জয়, সিরিজ টাইগারদের

হাসানের পাঁচ উইকেট, ১০১ রানেই অলআউট আইরিশরা
