ক্যাসেমিরোর জোড়া গোলে ইউনাইটেডের সহজ জয়

ক্রীড়া ডেস্ক, ঢাকাটাইমস
  প্রকাশিত : ২৯ জানুয়ারি ২০২৩, ১৬:২৫
অ- অ+

এফএ কাপের চতুর্থ রাউন্ডের ম্যাচে প্রতিপক্ষ রিডিংকে পাত্তাই দেয়নি ইংলিশ জায়ান্ট ক্লাব ম্যানচেস্টার ইউনাইটেড। ঘরের মাঠে অনুষ্ঠিত ম্যাচে ৩-১ গোলের বড় ব্যবধানে জিতেছে ইউনাইটেড। জোড়া গোল করেন ক্যাসেমিরো। ফ্রেড করেন একটি গোল। অন্যদিকে রিডিংয়ে পক্ষে একমাত্র গোলটি করেন আমাডু সালিফ এমবেনগে।

প্রিমিয়ার লিগে চতুর্থ স্থানে থাকা ইউনাইটেড আরও একবার প্রমাণ করেছেন নতুন কোচ এরিক টেন হাগের অধীনে তারা সঠিক পথেই আছে। ওল্ড ট্র্যাফোর্ডে ম্যান ইউ ৫৪তম মিনিটে লিড নেয়। অ্যান্থনির দারুণ এক পাসে ব্রাজিলিয়ান সতীর্থ ক্যাসেমিরো গোলরক্ষক জো লামলির মাথার উপর দিয়ে বল জালে পাঠান।

চার মিনিট পর ইউনাইটেড ব্যবধান দ্বিগুন করে। জোড়ালো শটে ক্যাসেমিরো নিজের দ্বিতীয় গোল নিশ্চিত করেন। স্বাগতিকরা যখন আত্মবিশ্বাসের সঙ্গে এগিয়ে যাচ্ছিল, তখই ব্রুনো ফার্নান্দেসের লো ক্রস থেকে ৬৬ মিনিটে ফ্রেড পোস্টের খুব কাছে থেকে দলের হয়ে তৃতীয় গোলটি করেন।

এর আগেই অবশ্য রিডিং ১০ জনের দলে পরিণত হয়েছিল। দ্বিতীয় হলুদ কার্ডের কারণে এন্ডি ক্যারোল মাঠত্যাগ করেন। কিন্তু তারপরও পল ইনসের দল এক গোল পরিশোধ করে। ৭২ মিনিটে আমাডু সালিফ এমবেনগে রিডিংয়ের হয়ে সান্তনার এক গোল দেন।

(ঢাকাটাইমস/২৯জানুয়ারি/এমএম)

google news ঢাকা টাইমস অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন

মন্তব্য করুন

শীর্ষ খবর সর্বশেষ জনপ্রিয়
সব খবর
২০৩০ সালের মধ্যে ১৫০ পৌরসভায় শেষ হবে বর্জ্য ব্যবস্থাপনার কাজ: অতিরিক্ত প্রধান প্রকৌশলী
উপদেষ্টা মাহফুজ আলমের মাথায় বোতল মারল কে?
কিছু ঘটলেই যমুনায় যাওয়ার প্রবণতা সহ্য করা হবে না: উপদেষ্টা মাহফুজ 
সিলেট থেকে ৪১৮ যাত্রী নিয়ে মদিনায় গেল প্রথম হজ ফ্লাইট
বিশেষ প্রতিবেদন তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা