জকোভিচের প্রশংসায় ফেদেরার

ক্রীড়া ডেস্ক, ঢাকা টাইমস
  প্রকাশিত : ৩০ জানুয়ারি ২০২৩, ১৯:১৪
অ- অ+

বছরের প্রথম গ্র্যান্ড স্ল্যাম প্রতিযোগিতার ফাইনালে স্টিফানোস সিৎসিপাসকে হারিয়ে ১০ম বারে মতো অস্ট্রেলিয়ান ওপেনের শিরোপা জিতেছেন সার্বিয়ান তারকা নোভাক জকোভিচ। শুধু তাই নয় ২২তম গ্রান্ড স্ল্যাম শিরোপা জিতে স্পর্শ করেছেন রাফায়েল নাদালের রেকর্ডও। এই কৃতিত্বের জন্য জকোভিচের প্রশংসা করেছেন রজার ফেদেরার।

সামাজিক যোগাযোগ মাধ্যম ইনস্টাগ্রামে এক বার্তায় ২০ বারের গ্র্যান্ড স্ল্যাম বিজয়ী ফেদেরার বলেছেন, ‘দুর্দান্ত প্রচেষ্টা, আবারও। অনেক অনেক অভিনন্দন।’

গত রবিবার ফাইনালে জকোভিচ ৬-৩, ৭-৬ (৭/৪), ৭-৬ (৭/৫) গেমের সরাসরি সেটে গ্রীসের স্টিফানোস সিৎসিপাসকে পরাজিত করে অস্ট্রেলিয়ান ওপেনের শিরোপা জয় করেন। এর মাধ্যমে জকোভিচের ঝুলিতে সাতটি উইম্বলডন, তিনটি ইউএস ওপেন ও দুটি ফ্রেঞ্চ ওপেনের সাথে আরো একটি অস্ট্রেলিয়ান শিরোপা যোগ হলো।

(ঢাকাটাইমস/৩০জানুয়ারি/এমএম)

google news ঢাকা টাইমস অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন

মন্তব্য করুন

শীর্ষ খবর সর্বশেষ জনপ্রিয়
সব খবর
এক দফা দাবিতে নার্সিং কলেজ শিক্ষার্থীদের শাহবাগ অবরোধ
আইএমএফের চতুর্থ ও পঞ্চম কিস্তির ১.৩ বিলিয়ন ডলার মিলবে জুনে 
আইপিএলে ডাক পেলেন মুস্তাফিজ, খেলবেন দিল্লির হয়ে 
আইজিপির সঙ্গে রবার্ট এফ কেনেডি মানবাধিকার সংস্থার প্রতিনিধিদলের সাক্ষাৎ
বিশেষ প্রতিবেদন তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা