দুর্নীতির ধারণা সূচকে বাংলাদেশের অবনমন

নিজস্ব প্রতিবেদক, ঢাকাটাইমস
| আপডেট : ৩১ জানুয়ারি ২০২৩, ১৪:৪৯ | প্রকাশিত : ৩১ জানুয়ারি ২০২৩, ১১:৪৬

ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনালের দুর্নীতির ধারণা সূচক ২০২২ এ এক ধাপ অবনমন হয়েছে বাংলাদেশের। বিশ্বের সবচেয়ে দুর্নীতিগ্রস্ত দেশের তালিকায় বাংলাদেশ রয়েছে ১২তম অবস্থানে, যা আগের বছর ছিল ১৩তম। সেই হিসাবে বাংলাদেশে দুর্নীতির মাত্রা বেড়েছে।

মঙ্গলবার রাজধানীর ধানমন্ডির মাইডাস সেন্টারে সংবাদ সম্মেলনে ২০২২ সালের এ তালিকা প্রকাশ করে টিআইবি।

এর আগে দুর্নীতির ধারণা সূচক (সিপিআই)-২০২১ অনুসারে বাংলাদেশের স্কোর ছিল ২৬।

সংবাদ সম্মেলনে টিআইবির নির্বাহী পরিচালক ড. ইফতেখারুজ্জামান বলেন, ‘এবছর সূচকে নিচের দিক থেকে বাংলাদেশের অবস্থান ১২ এবং ওপরের দিক থেকে ১৪৭। এবার বাংলাদেশ ১০০ স্কোরের মধ্যে ২৫ অর্জন করেছে।’

এবারও দক্ষিণ এশিয়ার ৮টি দেশের মধ্যে বাংলাদেশের অবস্থান ও স্কোর যথারীতি বিব্রতকরভাবে আফগানিস্তানের পর দ্বিতীয় সর্বনিম্ন বলে জানান ড. ইফতেখারুজ্জামান। তিনি বলেন, ‘এবার আফগানিস্তানের স্কোর ১৬ থেকে বেড়ে ২৪ হয়েছে। অথচ বাংলাদেশের স্কোর ঘুরেফিরে ২৫ থেকে ২৮ এর মধ্যে রয়েছে।’

টিআইবির নির্বাহী পরিচালক বলেন, ‘সিপিআই অনুযায়ী বাংলাদেশ তথা অন্য কোনো দেশকেই দুর্নীতিগ্রস্ত দেশ বলা যাবে না। বরং সূচকভুক্ত দেশগুলোর মধ্যে তুলনামূলকভাবে দুর্নীতির মাত্রা অধিক বা কম বলা যাবে। কারণ এ সূচক সংশ্লিষ্ট দেশে বিদ্যমান দুর্নীতির ধারণার ওপর ভিত্তি করে তুলনামূলক অবস্থান নির্ণীত হয়; কোনো দেশ বা জাতিকে দুর্নীতিগ্রস্ত হিসেবে চিহ্নিত করে না।’

টিআই প্রতিবছর বিশ্বের বিভিন্ন দেশের দুর্নীতির ধারণা সূচক প্রকাশ করে থাকে। এ তালিকায় প্রতিবছর বাংলাদেশের অবস্থান ওঠানামা করে।

(ঢাকাটাইমস/৩১জানুয়ারি/এফএ)

সংবাদটি শেয়ার করুন

অপরাধ ও দুর্নীতি বিভাগের সর্বাধিক পঠিত

বিশেষ প্রতিবেদন বিজ্ঞান ও তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

অপরাধ ও দুর্নীতি এর সর্বশেষ

লক্ষ্মীপুরে যাবজ্জীবন সাজাপ্রাপ্ত পলাতক আসামি ঢাকায় গ্রেপ্তার

খিলগাঁওয়ে যাবজ্জীবন সাজাপ্রাপ্ত পলাতক আসামি গ্রেপ্তার

রাজধানীতে মাদকবিরোধী অভিযানে ৪১ জন গ্রেপ্তার

যাত্রাবাড়ীতে পুলিশ পরিচয়ে চাঁদাবাজি, গ্রেপ্তার ২

র‌্যাব নিয়ে বিদেশি গণমাধ্যমের চাওয়া ৩১ প্রশ্ন বিভ্রান্তিকর, উত্তর দেয়নি মন্ত্রণালয়

ব্রয়লার মুরগীর সিন্ডিকেটকারীদের কঠোর শাস্তির দাবি ক্যাবের

সেই যুগ্ম-সচিবের মামলায় আরেক আসামিকে গ্রেপ্তার করেছে র‌্যাব

জালিয়াতির মাধ্যমে পিজিসিবিতে চাকরি: তিনজনের নামে দুদকের মামলা

রাজধানীতে মাদকবিরোধী অভিযানে গ্রেপ্তার ৪৩

ওবায়দুল কাদেরের সঙ্গে ছবি তুলতে না পারায় ছাত্রলীগ নেতাকে মারধর আ.লীগ নেতার

এই বিভাগের সব খবর

শিরোনাম :