মানিকগঞ্জে মসজিদের তালা ভেঙে চুরি

মানিকগঞ্জ প্রতিনিধি, ঢাকাটাইমস
| আপডেট : ০১ ফেব্রুয়ারি ২০২৩, ১৪:৫৬ | প্রকাশিত : ০১ ফেব্রুয়ারি ২০২৩, ১৩:৩৭

মানিকগঞ্জের সিংগাইরে মসজিদের কলাপসিবল গেট ও দরজার তালা ভেঙে চুরির ঘটনা ঘটেছে। এসময় চোরেরা মসজিদের ভেতর থেকে মাইকসেট ও আইপিএস ব্যাটারি নিয়ে যায়।

মঙ্গলবার দিবাগত রাতে উপজেলার ধল্লা ইউনিয়নের মেদুলিয়া দক্ষিণ পাড়া জামে মসজিদে এ ঘটনা ঘটে।

মসজিদের ইমাম হাফেজ মাওলানা আনোয়ার হোসেন বিষয়টি নিশ্চিত করে বলেন, রাতের কোনো একসময়ে মসজিদের কলাপসিবল গেট ও ভেতরের দরজার দুটি তালা ভেঙে চোরেরা মাইকসেট ও আইপিএস ব্যাটারি নিয়ে যায়। যার আনুমানিক মূল্য প্রায় ৬০ হাজার টাকা।

সিংগাইর থানার ধল্লা পুলিশ ফাঁড়ির ইনচার্জ উপপরিদর্শক মো. রফিকুল ইসলাম বলেন, তদন্ত সাপেক্ষে প্রয়োজনীয় আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।

(ঢাকাটাইমস/১ফেব্রুয়ারি/এসএ)

সংবাদটি শেয়ার করুন

বাংলাদেশ বিভাগের সর্বাধিক পঠিত

বিশেষ প্রতিবেদন বিজ্ঞান ও তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

শিরোনাম :