মির্জাপুরে কবরস্থান থেকে ৪ কঙ্কাল চুরি

মির্জাপুর (টাঙ্গাইল) প্রতিনিধি, ঢাকাটাইমস
  প্রকাশিত : ০১ ফেব্রুয়ারি ২০২৩, ১৬:১৯| আপডেট : ০১ ফেব্রুয়ারি ২০২৩, ১৬:৪৭
অ- অ+

টাঙ্গাইলের মির্জাপুরে রাতের আঁধারে কবরস্থান থেকে ৪টি কঙ্কল চুরির ঘটনা ঘটেছে।

মঙ্গলবার রাতে উপজেলার ভাদগ্রাম ইউনিয়নের গোড়াইল কবরস্থানে এই কঙ্কাল চুরির ঘটনা ঘটে। এর আগেও দুই দফায় ওই কবরস্থান থেকে ৬টি কঙ্কাল চুরি করে নেয় দুর্বৃত্তরা।

স্থানীয়রা জানান, বুধবার সকালে গ্রামের একজন বাসিন্দা কবরস্থানে কঙ্কাল চুরির বিষয়টি দেখতে পায়। খবর পেয়ে গ্রামের মানুষ কবরস্থানে গিয়ে কঙ্কাল চুরির বিষয়টি নিশ্চিত হন।

গোড়াইল গ্রামের নয়াপাড়ার বাসিন্দা মো. আলমগীর হোসেন বলেন, তিনজন নারী ও একজন পুরুষের কঙ্কাল চুরি হয়েছে। এর আগেও দুই দফায় তাদের কবরস্থান থেকে ৬টি কঙ্কাল চুরি হয়। কবরস্থানে সৌর বিদ্যুতের দুটি লাইট থাকলেও একটি দীর্ঘদিন ধরে নষ্ট অপরটিও মিটমিট আলো দেয় বলে তিনি জানিয়েছেন।

গোড়াইল কবরস্থান কমিটির সভাপতি মো. মকবুল হোসেন বলেন, ৭ থেকে ১৬ মাসের পুরাতন কবর খুঁড়ে দুর্বৃত্তরা কঙ্কাল চুরি করে থাকে।

মির্জাপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. হাফিজুর রহমান বলেন, আইনশৃঙ্খলা বাহিনী যথাযথ আইনগত ব্যবস্থা গ্রহণ করবে বলে তিনি জানিয়েছেন।

মির্জাপুর থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শেখ আবু সালেহ মাসুদ করিম বলেন, এ বিষয়ে এখনও তাদের জানানো হয়নি। অভিযোগ পেলে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

(ঢাকাটাইমস/১ফেব্রুয়ারি/এসএ)

google news ঢাকা টাইমস অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন

মন্তব্য করুন

শীর্ষ খবর সর্বশেষ জনপ্রিয়
সব খবর
সোনালী কাবিন পদক ঘোষণা, ১৫-১৭ ফেব্রুয়ারি কবি আল মাহমুদ স্মরণোৎসব
মোল্যা নজরুল ইসলামসহ আটক চার পুলিশ কর্মকর্তাকে থানায় হস্তান্তর
বগুড়ায় আ.লীগের দুই নেতা গ্রেপ্তার
শ্রীপুরে ‘ডেভিল হান্ট’ অপারেশনে গ্রেপ্তার ১০
বিশেষ প্রতিবেদন তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা