গাইবান্ধায় ট্রাকের ধাক্কায় প্রাণ গেল ট্রলি চালকের

গাইবান্ধা প্রতিনিধি, ঢাকাটাইমস
  প্রকাশিত : ০২ ফেব্রুয়ারি ২০২৩, ১৭:১৩
অ- অ+

গাইবান্ধার সাদুল্লাপুরে দ্রুতগামী ড্রাম ট্রাকের ধাক্কায় শাকিল মিয়া (১৮) নামে এক ট্রলি চালকের মত্যু হয়েছে।

বৃহস্পতিবার দুপুরে গাইবান্ধা-সাদুল্লাপুর সড়কের মেসার্স শাহানা ফিলিং স্টেশনের সামনে এই দুর্ঘটনা ঘটে।

নিহত শাকিল মিয়ার বাড়ি সাদুল্লাপুর উপজেলার বনগ্রাম ইউনিয়নের দক্ষিণ কাজীবাড়ী গ্রামে। শাকিল মিয়া ওই গ্রামের জলিল উদ্দিনের ছেলে। তিনি শ্যালোইঞ্জিন চালিত ট্রলির চালক ছিলেন।

পুলিশ ও স্থানীয়রা জানায়, সাদুল্লাপুর থেকে কাঠবোঝাই শ্যালোইঞ্জিন চালিত একটি ট্রলি গাইবান্ধায় যাচ্ছিলো। পথে ট্রলিটি শাহানা ফিলিং স্টেশনের সামনে পৌঁছালে দ্রুতগতিতে আসা একটি ড্রাম ট্রাক ট্রলিটিকে পেছন থেকে ধাক্কা দেয়। এতে ট্রলিটি সড়কের পাশের গাছের সঙ্গে ধাক্কা লেগে গুরুতর আহত হন শাকিল মিয়া। স্থানীয়রা দ্রুত শাকিলকে উদ্ধার করে সাদুল্লাপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে চিকিৎসক তাকে মৃত্যু ঘোষণা করেন।

দুর্ঘটনার বিষয়টি নিশ্চিত করে সাদুল্লাপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) প্রদীপ কুমার রায় বলেন, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল পরির্দশন করেছে। দুর্ঘটনার পর চালক ড্রাম ট্রাকটি রেখে চালক পালিয়ে যায়। মরদেহ তার স্বজনরা বাড়ি নিয়ে গেছে।

(ঢাকাটাইমস/২ফেব্রুয়ারি/এসএ)

google news ঢাকা টাইমস অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন

মন্তব্য করুন

শীর্ষ খবর সর্বশেষ জনপ্রিয়
সব খবর
জুলাইয়ের প্রথম শহীদ সাংবাদিক ঢাকাটাইমসের হাসান মেহেদীর মৃত্যুবার্ষিকীতে গভীর শ্রদ্ধা
উপদেষ্টা আসিফ মাহমুদের এপিএস হলেন আয়মন রাহাত
মতিঝিলে সেনা কল্যাণ ভবনে আগুন
জুলাই সনদ তৈরির প্রক্রিয়া হতে হবে স্বচ্ছ: প্রধান উপদেষ্টা
বিশেষ প্রতিবেদন তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা