শুধু শরীর চাঙ্গা নয়, রূপচর্চায়ও অপরিহার্য কফি

ঢাকাটাইমস ডেস্ক
  প্রকাশিত : ০৩ ফেব্রুয়ারি ২০২৩, ১২:০১
অ- অ+

সকালে বা বিকালে এক কাপ গরম গরম কফি যেমন আপনাকে চাঙ্গা রাখতে পারে, তেমনি কফি রূপচর্চার ক্ষেত্রেও অপরিহার্য! কফিতে আছে ভরপুর অ্যান্টি-অক্সিডেন্ট। এই উপাদানটির সাহায্যেই কফি মাস্ক আপনার ত্বকের নানা সমস্যাকে দূর করতে পারে।

কফি আপনার ত্বকের বলিরেখা হোক বা ডার্ক সার্কেল, ড্রাই স্কিন হোক বা পিগমেন্টেশন, কিংবা ব্ল্যাকহেডস সব কিছুর সমস্যা থেকে আপনাকে দূরে রাখে। ত্বকের ঔজ্জ্বল্য বাড়ায়। দেখে নিন ত্বক ভালো রাখতে কীভাবে কফি ব্যবহার করবেন।

ব্ল্যাকহেডস দূর করে

সাধারণত নাকের দুই পাশে তেল নিঃসরণ হয় বেশি। এইসব জায়গায় ত্বকের পোরস বা লোমের ফলিকল তেল, মৃত কোষ ও ব্যাকটেরিয়া দ্বারা বদ্ধ হয়ে থাকে। সেটাই ব্ল্যাকহেডস। কফিতে থাকা ভরপুর অ্যান্টি-অক্সিডেন্ট সেই ব্ল্যাকহেডস দূর করে।

এছাড়া কফিতে আছে অ্যান্টিইনফ্লেমেটরি উপাদান। এই উপাদানটিও ব্ল্যাকহেডস দূর করে। আপনি যদি ব্রণ থেকে পিম্পল ইত্যাদির সমস্যায় ভুগে থাকেন তাহলে এটি ব্যবহার করবেন না। এই মাস্ক বানানোর জন্য দুই চামচ কফি পাউডার, ফ্রেস অ্যালোভেরা জেল মিশিয়ে মুখে লাগান। ১০ মিনিট রেখে ধুয়ে ফেলুন।

ত্বক ফর্সা করতে চাইলে

কপি মাস্ক UVA এবং UVB রশ্মির হাত থেকে আমাদের বাঁচায়। মেলানিন পিগমেন্ট কমাতে সাহায্য করে। এটার জন্য এক চামচ কফি গুঁড়া, এক চামচ দই, এক চামচ হলুদ গুঁড়া মিশিয়ে মুখে লাগান। মিনিট ১৫ রেখে ধুয়ে ফেলুন।

শুষ্ক ত্বকের সমস্যা

কফি আছে এমন ময়েশ্চারাইজার ব্যবহার করুন। এটার জন্য এক চামচ কফির সঙ্গে এক চামচ নারকেল তেল বা আমন্ড অয়েল নিন। এবার মিশিয়ে সেটা মুখে লাগিয়ে ১৫ মিনিট রেখে ধুয়ে ফেলুন।

ডার্ক সার্কেল

ডার্ক সার্কেল দূর করতে চাইলে এক চামচ কফি এবং এক চামচ মধু মিশিয়ে প্যাক বানান। সেটা চোখের নিচে লাগিয়ে ১০-১৫ থাকুন। তারপর সেটা ধুয়ে ফেলুন।

বলিরেখা

বলিরেখা দূর করতে চাইলে কফি পাউডার, কোকো এবং দুধ মিশিয়ে প্যাক বানান। এতে দিন অল্প পরিমাণ লেবুর রস। এবার সেটা মুখে লাগিয়ে মিনিট ২০ রেখে ধুয়ে ফেলুন।

(ঢাকাটাইমস/০৩ফেব্রুয়ারি/এজে)

google news ঢাকা টাইমস অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন

মন্তব্য করুন

শীর্ষ খবর সর্বশেষ জনপ্রিয়
সব খবর
কড়া বার্তা দিতেই ভাঙা হয়েছে ৩টি রিকশা, ক্ষতিপূরণসহ পুনর্বাসনের উদ্যোগ ডিএনসিসির
জাতীয় নিরাপত্তা ও সার্বভৌমত্ব রক্ষায় আ.লীগ নিষিদ্ধ জরুরি ছিল: প্রেস সচিব
ভিটামিনের ঘাটতি পূরণে খাবারে ভিন্নতা আনতে হবে
ফরিদপুরে চাঞ্চল্যকর হত্যা মামলার আসামি আকাশ গ্রেপ্তার
বিশেষ প্রতিবেদন তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা