পাকিস্তানের সিস্টেমকেই দোষারোপ করছেন মিসবাহ, কেন?

ক্রীড়া ডেস্ক, ঢাকা টাইমস
 | প্রকাশিত : ০৩ ফেব্রুয়ারি ২০২৩, ১২:৫৭

সাবেক কোচ মিকি আর্থারকে আবারও ফেরাচ্ছে পাকিস্তান ক্রিকেট বোর্ড(পিসিবি)। যিনি এক সঙ্গে দুই জায়গাতে দায়িত্ব পালনে নিযুক্ত থাকবেন। আর এতেই ক্ষেপেছেন পাকিস্তানের সাবেক অধিনায়ক মিসবাহ উল হক। পাকিস্তানের ক্রিকেটের বর্তমান অবস্থার জন্য নিজেদেরকেই দোষারোপ করছেন তিনি।

২০১৬ থেকে ২০১৯ সাল পর্যন্ত পাকিস্তান দলের প্রধান কোচ ছিলেন আর্থার। আবারও পাকিস্তানের ক্রিকেটের সঙ্গে আর্থারকে যুক্ত করার দ্বারপ্রান্তে দেশটির বোর্ড। সম্প্রতি ইএসপিএনক্রিকইনফো প্রকাশিত এক রিপোর্টে বলা হয়েছে, দু’পক্ষের মধ্যে চুক্তি চূড়ান্ত হবার দ্বারপ্রান্তে। পহেলা এপ্রিল থেকে টিম ডিরেক্টর হিসেবে কাজ শুরু করবেন আর্থার।

পাকিস্তানের ডিরেক্টর হলেও কাউন্টি ক্লাব ডার্বিশায়ারের সঙ্গেও চুক্তিবদ্ধ থাকবেন আর্থার। এটি মেনেও নিয়েছে পাকিস্তান ক্রিকেট বোর্ড (পিসিবি)। বিষয়টি মাথায় রেখেই দু’ পক্ষের চুক্তি এবং সময়সূচী নির্ধারণ করা হচ্ছে। ডার্বির সঙ্গে চুক্তি শেষ না হওয়া পর্যন্ত বেশ কয়েকটি আন্তর্জাতিক সফরে পাকিস্তান দলের সঙ্গে থাকবেন না আর্থার। তার নিয়োগ করা সাপোর্ট স্টাফদের একটি গ্রুপ দিয়ে দল পরিচালনা করবেন তিনি।

এমন সিস্টেম পাকিস্তান ক্রিকেটকে চড় মারার সমান বলে মনে করেন দেশটির সাবেক কোচ মিসবাহ। ক্রিকেট ওয়েবসাইট ইএসপিএন ক্রিকইনফোকে মিসবাহ বলেন, ‘এটা পাকিস্তানের ক্রিকেট সিস্টেমকে চড় মারার সমান। কারণ আমরা একজন ফুল টাইম হাই-প্রোফাইল কোচ খুঁজে বের করতে পারছি না।’

তিনি আরও বলেন, ‘এটা লজ্জার বিষয়, সেরাদের কেউ এখানে আসতে চায় না। আমরা এমন একজনকে আনতে চেষ্টা করছি, যে কি-না পাকিস্তানকে দ্বিতীয় বিকল্প হিসেবে দেখছে। আমাদের এমন অবস্থান জন্য আমরাই দায়ী।’

এমন পরিস্থিতির জন্য দেশের সাবেক ও বর্তমান ক্রিকেটারদের দিকে আঙুল তুলেছেন মিসাবহ। তিনি বলেন, ‘আমি আমাদের সিস্টেমকেই দোষারোপ করছি। এটি এতটাই দুর্বল, যে কেউ এটিকে কাজে লাগাতে পারে। আমরা নিজেরাই নিজেদের দোষারোপ করতে পারি। আমরা নিজেরাই আমাদের মানুষদের অসম্মান করছি ও আমাদের খারাপ ভাবমূর্তি তৈরি করছি।’

(ঢাকাটাইমস/০৩ফেব্রুয়ারি/এমএম)

সংবাদটি শেয়ার করুন

খেলাধুলা বিভাগের সর্বাধিক পঠিত

বিশেষ প্রতিবেদন বিজ্ঞান ও তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

খেলাধুলা এর সর্বশেষ

এই বিভাগের সব খবর

শিরোনাম :