ট্রাকচাপায় মোটরসাইকেল আরোহী ২ ভাই নিহত

রাজবাড়ী প্রতিনিধি, ঢাকাটাইমস
  প্রকাশিত : ০৪ ফেব্রুয়ারি ২০২৩, ১৫:৩৭| আপডেট : ০৪ ফেব্রুয়ারি ২০২৩, ১৫:৫০
অ- অ+

রাজবাড়ী জেলার মিজানপুর ইউনিয়নে ট্রাকচাপায় মোটরসাইকেলের দুই আরোহী নিহত হয়েছেন।

শনিবার (৪ ফেব্রুয়ারি) দুপুরে দয়াল নগর এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

নিহতরা হলেন-চন্দনী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আব্দুর রব শেখের ছেলে সাকিব শেখ ( ১৩) ও লোকমান শেখের ছেলে সিফাত শেখ (১৮ )। তারা আপন চাচাতো ভাই।

স্থানীয়দের বরাত দিয়ে রাজবাড়ী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. শাহাদাৎ হোসেন জানান, দুপুরে একটি মোটরসাইকেল নিয়ে সিফাত ও সাকিব ধাওয়াপাড়া ঘাট থেকে রাজবাড়ী যাচ্ছিল। এসময় তারা দয়াল নগর এলাকায় আসলে পেছন থেকে একটি ট্রাক তাদের চাপা দেয়। এতে ঘটনাস্থলেই তারা দুজন মারা যান।

তিনি জানান, দুর্ঘটনার খবর পেয়ে পুলিশ অভিযান চালিয়ে ট্রাকের চালককে আটক করেছে। ট্রাকটি জব্দ করা হয়েছে।

(ঢাকাটাইমস/৪ফেব্রুয়ারি/এআর)

google news ঢাকা টাইমস অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন

মন্তব্য করুন

শীর্ষ খবর সর্বশেষ জনপ্রিয়
সব খবর
চাঁদপুর শহরে দিনে সিএনজি অটোরিকশা প্রবেশ নিষেধ
তুলাকে শিগগিরই কৃষিপণ্য ঘোষণা করা হবে: পররাষ্ট্র উপদেষ্টা
সোনারগাঁও থেকে অপহৃত মাদ্রাসাছাত্র টাঙ্গাইল থেকে উদ্ধার, অপহরণকারী আটক
মশা নিয়ন্ত্রণে ডিএনসিসির সঙ্গে কাজ করবে সাড়ে ৫ হাজার স্বেচ্ছাসেবক : প্রশাসক এজাজ
বিশেষ প্রতিবেদন তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা