জি এম কাদেরের দায়িত্ব পালনে বাধা নেই: হাইকোর্ট

নিজস্ব প্রতিবেদক, ঢাকাটাইমস
| আপডেট : ০৫ ফেব্রুয়ারি ২০২৩, ১৫:২৪ | প্রকাশিত : ০৫ ফেব্রুয়ারি ২০২৩, ১৪:৫৮

জাতীয় পার্টির (জাপা) চেয়ারম্যান হিসেবে গোলাম মোহাম্মদ কাদেরের (জি এম কাদের) দায়িত্ব পালন করতে আর বাধা নেই। তার দায়িত্ব পালনে নিষেধাজ্ঞার আদেশ স্থগিত করেছেন হাইকোর্ট। একইসঙ্গে নিম্ন আদালতের রায়ও স্থগিত করা হয়।

রবিবার বিচারপতি শেখ আবদুল আউয়ালের বেঞ্চ এ আদেশ দেন।

এদিন জি এম কাদেরের পক্ষে শুনানি করেন আইনজীবী শেখ মুহাম্মদ সিরাজুল ইসলাম।

গত বছরের ৪ অক্টোবর জাপা থেকে বহিষ্কৃত দলটির সাবেক এমপি জিয়াউল হক মৃধা নিষেধাজ্ঞা চেয়ে মামলা করেন। সেই আবেদনের পরিপ্রেক্ষিতে ৩০ অক্টোবর ঢাকার প্রথম যুগ্ম জেলা জজ আদালত জাপা চেয়ারম্যান হিসেবে জি এম কাদেরকে দলীয় সিদ্ধান্ত গ্রহণ ও দায়িত্বপালন থেকে বিরত থাকতে অস্থায়ী নিষেধাজ্ঞার আদেশ দেন।

নিম্ন আদালতের এই আদেশ প্রত্যাহার চেয়ে জি এম কাদের একটি আবেদন করেন। গত ১৬ নভেম্বর সেটি খারিজ করে দেন আদালত। পরে তিনি এর বিরুদ্ধে জেলা জজ আদালতে মিস আপিল করেন। আপিলের গ্রহণযোগ্যতার ওপর শুনানির জন্য ৯ জানুয়ারি দিন রাখা হয়।

সেই শুনানি এগোনোর জন্য আবেদন দেন জি এম কাদের। ২৪ নভেম্বর খারিজ হয় সেই আবেদন। পরে এর বিরুদ্ধে সোমবার হাইকোর্টে রিভিশন আবেদন করেন জিএম কাদের।

এদিকে মামলার বিবরণীতে বলা হয়, জাতীয় পার্টির প্রতিষ্ঠাতা সাবেক রাষ্ট্রপতি হুসেইন মুহম্মদ এরশাদ ২০১৯ সালের ১৪ সেপ্টেম্বর মারা যান। এর পর বিবাদী জি এম কাদের হাইকোর্ট বিভাগের একটি রিট মামলা বিচারাধীন থাকার পরও জালিয়াতির মাধ্যমে ওই বছরের ২৮ ডিসেম্বর কাউন্সিল করে নিজেকে চেয়ারম্যান ঘোষণা করেন।

(ঢাকাটাইমস/০৫ফেব্রুয়ারি/এসএম)

সংবাদটি শেয়ার করুন

আদালত বিভাগের সর্বাধিক পঠিত

বিশেষ প্রতিবেদন বিজ্ঞান ও তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

আদালত এর সর্বশেষ

সকল পাবলিক প্লেসে ‘মাতৃদুগ্ধ কর্নার’ স্থাপনের নির্দেশ হাকোর্টের

হাইকোর্টে আগাম জামিন চাইলেন প্রথম আলো সম্পাদক

সাংবাদিক শামসুজ্জামানকে কারাগারে পাঠানোর নির্দেশ

সাংবাদিক শামসুজ্জামানের জামিন প্রার্থনা, আটকে রাখার আবেদন পুলিশের

অরিত্রীর আত্মহত্যা: ভিকারুননিসার দুই শিক্ষিকার বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা

মেয়র পদ থেকে জাহাঙ্গীরকে বরখাস্তের বিষয়ে রুলের রায় মঙ্গলবার

সাংবাদিক শামসুজ্জামানকে আদালতে নেয়া হয়েছে

হাইকোর্টের বাতিল করা উপজেলা পরিষদ আইনের ৩৩ ধারায় ইউএনওর ক্ষমতা নিয়ে যা আছে

উপজেলা পরিষদে ইউএনওদের একচ্ছত্র ক্ষমতা থাকছে না, হাইকোর্টের রায়

‘শিশুবক্তা’ মাদানির মুক্তিতে বাধা নেই

এই বিভাগের সব খবর

শিরোনাম :