জি এম কাদেরের দায়িত্ব পালনে বাধা নেই: হাইকোর্ট

নিজস্ব প্রতিবেদক, ঢাকাটাইমস
  প্রকাশিত : ০৫ ফেব্রুয়ারি ২০২৩, ১৪:৫৮| আপডেট : ০৫ ফেব্রুয়ারি ২০২৩, ১৫:২৪
অ- অ+

জাতীয় পার্টির (জাপা) চেয়ারম্যান হিসেবে গোলাম মোহাম্মদ কাদেরের (জি এম কাদের) দায়িত্ব পালন করতে আর বাধা নেই। তার দায়িত্ব পালনে নিষেধাজ্ঞার আদেশ স্থগিত করেছেন হাইকোর্ট। একইসঙ্গে নিম্ন আদালতের রায়ও স্থগিত করা হয়।

রবিবার বিচারপতি শেখ আবদুল আউয়ালের বেঞ্চ এ আদেশ দেন।

এদিন জি এম কাদেরের পক্ষে শুনানি করেন আইনজীবী শেখ মুহাম্মদ সিরাজুল ইসলাম।

গত বছরের ৪ অক্টোবর জাপা থেকে বহিষ্কৃত দলটির সাবেক এমপি জিয়াউল হক মৃধা নিষেধাজ্ঞা চেয়ে মামলা করেন। সেই আবেদনের পরিপ্রেক্ষিতে ৩০ অক্টোবর ঢাকার প্রথম যুগ্ম জেলা জজ আদালত জাপা চেয়ারম্যান হিসেবে জি এম কাদেরকে দলীয় সিদ্ধান্ত গ্রহণ ও দায়িত্বপালন থেকে বিরত থাকতে অস্থায়ী নিষেধাজ্ঞার আদেশ দেন।

নিম্ন আদালতের এই আদেশ প্রত্যাহার চেয়ে জি এম কাদের একটি আবেদন করেন। গত ১৬ নভেম্বর সেটি খারিজ করে দেন আদালত। পরে তিনি এর বিরুদ্ধে জেলা জজ আদালতে মিস আপিল করেন। আপিলের গ্রহণযোগ্যতার ওপর শুনানির জন্য ৯ জানুয়ারি দিন রাখা হয়।

সেই শুনানি এগোনোর জন্য আবেদন দেন জি এম কাদের। ২৪ নভেম্বর খারিজ হয় সেই আবেদন। পরে এর বিরুদ্ধে সোমবার হাইকোর্টে রিভিশন আবেদন করেন জিএম কাদের।

এদিকে মামলার বিবরণীতে বলা হয়, জাতীয় পার্টির প্রতিষ্ঠাতা সাবেক রাষ্ট্রপতি হুসেইন মুহম্মদ এরশাদ ২০১৯ সালের ১৪ সেপ্টেম্বর মারা যান। এর পর বিবাদী জি এম কাদের হাইকোর্ট বিভাগের একটি রিট মামলা বিচারাধীন থাকার পরও জালিয়াতির মাধ্যমে ওই বছরের ২৮ ডিসেম্বর কাউন্সিল করে নিজেকে চেয়ারম্যান ঘোষণা করেন।

(ঢাকাটাইমস/০৫ফেব্রুয়ারি/এসএম)

google news ঢাকা টাইমস অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন

মন্তব্য করুন

শীর্ষ খবর সর্বশেষ জনপ্রিয়
সব খবর
চেয়েছিলাম ডেমোক্রেসি, হয়ে যাচ্ছে মবক্রেসি: সালাহউদ্দিন আহমদ
গোপালগঞ্জ ইস্যুতে গুজবে বিভ্রান্ত না হয়ে সহযোগিতার আহ্বান সেনাবাহিনীর
যাত্রাবাড়ীতে ৪৮ কেজি গাঁজাসহ তিন মাদক কারবারি গ্রেপ্তার, পিকআপ জব্দ
নির্বাচনকে ব্যাহত করতে আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতি পরিকল্পিত: বিএনপি
বিশেষ প্রতিবেদন তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা