আমৃত্যু আ.লীগকে লালন করা মোসলেম উদ্দিন কর্মী থেকেই নেতা: ওবায়দুল কাদের

মোসলেম উদ্দিন আহমদ কর্মী থেকে নেতা হয়েছিলেন বলে মন্তব্য করেছেন আওয়ামী লীগ সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের। বলেন, ‘মোসলেম উদ্দিনের এমপি হওয়ার সাধও আওয়ামী লীগ সভাপতি শেখ হাসিনা পূরণ করেছেন।’
সোমবার ঢাকার বঙ্গবন্ধু এভিনিউয়ে দলের কেন্দ্রীয় কার্যালয়ের সামনে বীর মুক্তিযোদ্ধা মোসলেম উদ্দিন আহমদের জানাজা শেষে সাংবাদিকের এক প্রশ্নের জবাবে তিনি একথা বলেন।
চট্টগ্রাম-৮ আসনের সংসদ সদস্য ও চট্টগ্রাম দক্ষিণ জেলা আওয়ামী লীগের সভাপতি মোসলেম উদ্দিন আহমদ রবিবার দিবাগত রাতে ঢাকার একটি হাসপাতালে মারা যান। তিনি ক্যানসারে ভুগছিলেন।
ওবায়দুল কাদের বলেন, ‘মোসলেম উদ্দিন দলের নিবেদিত প্রাণ হিসেবে বঙ্গবন্ধুর চেতনার সৈনিক ছিলেন। জন্ম থেকে মৃত্যু পর্যন্ত আওয়ামী লীগকেই লালন করেছেন। তার এমপি হবার মতো শেষ স্বপ্ন শেখ হাসিনা পূরণ করেছেন।’
এর আগে আওয়ামী লীগের কেন্দ্রীয় কার্যালয়ের সামনে দলের পক্ষে থেকে মোসলেম উদ্দিনের মরদেহে শ্রদ্ধা নিবেদন করা হয়।
এসময় ওবায়দুল কাদেরের সঙ্গে দলের সভাপতিমণ্ডলীর সদস্য ইঞ্জিনিয়ার মোশাররফ হোসেন, যুগ্ম সাধারণ সম্পাদক তথ্য ও সস্প্রচার মন্ত্রী ড. হাছান মাহমুদ, সাংগঠনিক সম্পাদক সুজিত রায় নন্দী, ত্রাণ ও সমাজ কল্যাণ সম্পাদক আমিনুল ইসলাম আমিন, দপ্তর সম্পাদক ব্যারিস্টার বিপ্লব বড়ুয়া, নৌপরিবহন প্রতিমন্ত্রী খালিদ মাহমুদ চৌধুরী, উপদপ্তর সম্পাদক সায়েমসহ ঢাকা মহানগর ও চট্টগ্রাম জেলার প্রমুখ নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
(ঢাকাটাইমস/০৬ফেব্রুয়ারি/জেএ/ডিএম)
সংবাদটি শেয়ার করুন
রাজনীতি বিভাগের সর্বাধিক পঠিত
রাজনীতি এর সর্বশেষ

গণতন্ত্র মঞ্চের লিয়াজোঁ কমিটির সঙ্গে বৈঠকে বিএনপি

দেশে এখন আদিম অরণ্যের আইন চলছে: মির্জা ফখরুল

‘আ.লীগের প্রতিটি উন্নয়নে দুর্নীতি রয়েছে’

অপরাধ ও অপপ্রচারের সঙ্গে সাংবাদিকতাকে মেলাবেন না: ডিআরইউতে তথ্যমন্ত্রী

প্যারোলে মুক্তি পেয়ে ভাইয়ের জানাজায় বিএনপি নেতা সপু

একটি ফটোকার্ড সরকারের স্বৈরতান্ত্রিক আচরণকে দৃশ্যমান করেছে: এবি পার্টি

১/১১’র কুশীলবদের চক্রান্ত রুখে দেয়ার আহ্বান শেখ পরশের

আপনাদের জন্য সব হালাল, আমরা করলে হারাম: মির্জা ফখরুল

সাজুর তত্ত্বাবধানে রাজধানীতে বিএনপির অবস্থান কর্মসূচিতে বিপুল নেতাকর্মীর অংশগ্রহণ
