ঢাকা আজও দূষিত শহরের তালিকায় প্রথম

ফের বিশ্বের মধ্যে দূষিত শহরের তালিকায় প্রথম স্থানে এসেছে ঢাকা। বায়ুদূষণের দিক থেকে গতকালও ঢাকা শীর্ষে ছিল।
সোমবার সকাল সোয়া ৮টায় ঢাকার এয়ার কোয়ালিটি ইনডেক্স (একিউআই-বায়ুর মান সূচক) স্কোর ছিল ২৬৩। ১৯০ স্কোর নিয়ে দ্বিতীয় স্থানে রয়েছে চীনের শহর উহান।
সুইজারল্যান্ডভিত্তিক বায়ুর মান পর্যবেক্ষণকারী প্রযুক্তি প্রতিষ্ঠান আইকিউ এয়ার দূষিত বাতাসের শহরের এ তালিকা প্রকাশ করে। প্রতিদিনের বাতাসের মান নিয়ে তৈরি করা একিউআই স্কোর একটি নির্দিষ্ট শহরের বাতাস কতটুকু নির্মল বা দূষিত, সে সম্পর্কে মানুষকে তথ্য দেয় এবং তাদের কোনো ধরনের স্বাস্থ্যঝুঁকি তৈরি হতে পারে কি না, তা জানায়।
একিউআই স্কোরে আজ সকাল সোয়া আটটায় বায়ুর মানের নিরিখে দূষিত শহরের তালিকায় তৃতীয় স্থানে ছিল ভারতের মুম্বাই (১৮২)। একই স্কোর নিয়ে চতুর্থ স্থানে আছে চীনের চেংডু। পাকিস্তানের লাহোর পঞ্চম স্থানে, স্কোর ১৭৫। এরপরই আছে দক্ষিণ কোরিয়ার ইনচেয়ন (১৭৪) ও চীনের বেইজিং (১৭৪)।
একিউআই স্কোর শূন্য থেকে ৫০ ভালো হিসেবে বিবেচিত হয়। ৫১ থেকে ১০০ মাঝারি হিসেবে গণ্য করা হয়। আর সংবেদনশীল গোষ্ঠীর জন্য অস্বাস্থ্যকর হিসেবে বিবেচিত হয় ১০১ থেকে ১৫০ স্কোর। ১৫১ থেকে ২০০ পর্যন্ত অস্বাস্থ্যকর হিসেবে বিবেচিত হয়। ২০১ থেকে ৩০০ হলে খুবই অস্বাস্থ্যকর। আর ৩০১-এর বেশি হলে তা দুর্যোগপূর্ণ বলে বিবেচিত হয়।
ঢাকায় চলতি জানুয়ারি মাসে সবচেয়ে বেশিসংখ্যক দিন দুর্যোগপূর্ণ বায়ুর মধ্যে কাটিয়েছে নগরবাসী। এ মাসে মোট ৯ দিন রাজধানীর বায়ুর মান দুর্যোগপূর্ণ ছিল, যা গত সাত বছরের মধ্যে সর্বোচ্চ।
(ঢাকাটাইমস/০৬ফেব্রুয়ারি/পিআর/এফএ)
সংবাদটি শেয়ার করুন
জাতীয় বিভাগের সর্বাধিক পঠিত
জাতীয় এর সর্বশেষ

ভয়াল সেই কালরাত আজ

রাজউক কর্মচারীদের কক্ষে রেকর্ড রুমের ১৫০ ফাইল

আমরা যুদ্ধ ও সংঘাত চাই না: প্রধানমন্ত্রী

গণহত্যা দিবসে জাতীয় কর্মসূচি

সোনার বাংলা গড়লেই গণহত্যায় শহীদদের প্রতি চিরন্তন শ্রদ্ধা জানানো হবে: রাষ্ট্রপতি

ভোক্তা অধিকারের বাজার তদারকি: রমজানের প্রথম দিনে চার বিক্রেতাকে জরিমানা

দিন ও রাতের তাপমাত্রা বাড়তে পারে

দুর্যোগ মোকাবিলায় সারাবিশ্বে বাংলাদেশ রোল মডেল: ত্রাণ প্রতিমন্ত্রী

স্বাধীনতা পুরস্কার পেল ফায়ার সার্ভিস অধিদপ্তর, আনন্দ-উচ্ছ্বাস মুখে মুখে
