শেয়ারদর বৃদ্ধির শীর্ষে সোনালী আঁশ

নিজস্ব প্রতিবেদক, ঢাকাটাইমস
 | প্রকাশিত : ০৬ ফেব্রুয়ারি ২০২৩, ১৯:১৮

সপ্তাহের দ্বিতীয় কার্যদিবস সোমবার ঢাকা স্টক এক্সচেঞ্জ- ডিএসইতে শেয়ারদর বৃদ্ধির শীর্ষে উঠেছে সোনালী আঁশ লিমিটেড।

ডিএসই সূত্রে জানা গেছে, কোম্পানিটির শেয়ারদর বৃদ্ধি পেয়েছে ৬ দশমিক ৬৩ শতাংশ। কোম্পানিটি ২ হাজার ৩৮২ বারে ১ লাখ ২৯ হাজার ৮৯২ টি শেয়ার লেনদেন করেছে। যার বাজার মূল্য ৫ কোটি ৫৪ লাখ টাকা।

তালিকায় দ্বিতীয় স্থানে থাকা সি পার্ল বিচ রিসোর্ট এন্ড স্পার শেয়ারদর বৃদ্ধি পেয়েছে ৪ দশমিক ০১ শতাংশ । কোম্পানিটি ৩ হাজার ৫১০ বারে ১২ লাখ ৬২ হাজার ৩২৮ টি শেয়ার লেনদেন করেছে। যার বাজার মূল্য ৩৩ কোটি ৯২ লাখ টাকা।

তালিকার তৃতীয় স্থানে থাকা মনোস্পুল পেপারের শেয়ারদর বৃদ্ধি পেয়েছে ৩ দশমিক ৮০ শতাংশ। কোম্পানিটি ২ হাজার ৬০৫ বারে ২ লাখ ৮৯ হাজার ৩৩ টি শেয়ার লেনদেন করেছে। যার বাজার মূল্য ৮ কোটি ২৫ লাখ টাকা।

তালিকায় থাকা অন্যান্য কোম্পানিগুলোর মধ্যে-নর্দান ইসলামী ইন্স্যুরেন্সের ২.৯৯ শতাংশ, শাইনপুকুর সিরামিকের ২.৯৮ শতাংশ, বীকন ফার্মাসিউটিক্যালসের ২.৫২ শতাংশ, ওরিয়ন ইনফিউশনের ২.৫১ শতাংশ, বাংলাদেশ শিপিং কর্পোরেশনের ২.৪২ শতাংশ, জেমিনি সি ফুড ১.৮৭ শতাংশ এবং সমতা লেদার কমপ্লেক্সের ১.৭৫ শতাংশ শেয়ারদর বেড়েছে

(ঢাকাটাইমস/০৬ফেব্রুয়ারি/এজে)

সংবাদটি শেয়ার করুন

পুঁজিবাজার বিভাগের সর্বাধিক পঠিত

বিশেষ প্রতিবেদন বিজ্ঞান ও তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা