তুরস্ক-সিরিয়ায় ভূমিকম্পে প্রাণহানির সংখ্যা ৫ হাজার ছাড়াল

আন্তর্জাতিক ডেস্ক, ঢাকাটাইমস
  প্রকাশিত : ০৭ ফেব্রুয়ারি ২০২৩, ১৫:৪৮
অ- অ+

তুরস্ক এবং সিরিয়ায় আঘাত হানা প্রাণঘাতি ভূমিকম্পে নিহতের সংখ্যা ৫ হাজার ছাড়িয়েছে। তুরস্কের ভাইস প্রেসিডেন্ট ফুয়াত ওকতে মঙ্গলবার বলেছেন, দক্ষিণ-পূর্ব তুরস্কে কেন্দ্রীভূত ভূমিকম্পে মৃতের সংখ্যা বেড়ে ৩ হাজার ৪১৯-এ পৌঁছেছে।

অপরদিকে সিরিয়ার কর্তৃপক্ষ জানিয়েছে, সিরিয়া অঞ্চলে নিহতের সংখ্যা ১৬ শত ছাড়িয়েছে।

সাংবাদিকদের সাথে কথা বলার সময় ওকতে বলেন, খারাপ আবহাওয়ার কারণে ক্ষতিগ্রস্থ অঞ্চলে ত্রাণ পৌঁছানো এবং উদ্ধার কার্যক্রম পরিচালনা করা কঠিন হয়ে পড়েছে। সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত তিনটি প্রদেশ হাতায়, কাহরামানমারাস এবং আদিয়ামানে শুধু উদ্ধার ও ত্রাণবাহী যানকে প্রবেশ বা বের হতে দেওয়া হচ্ছে।

কাহরামানমারাস শহরের তুর্কি রেড ক্রিসেন্টের প্রধান বলেছেন, ভূমিকম্পে সাড়ে পাঁচ হাজারের বেশি ভবন ধসে পড়েছে। আরও কয়েক হাজার ‘প্রচুরভাবে ক্ষতিগ্রস্ত’ হয়েছে। ভূমিকম্পে আমাদের রাস্তা ক্ষতিগ্রস্ত হয়েছে। আমরা প্রতিটি ক্ষতিগ্রস্ত অঞ্চলে পৌঁছানোর চেষ্টা করছি।

তিনি আরও বলেন, ‘তুর্কি রেড ক্রিসেন্ট এবং স্থানীয় জাতিসমাজ, আমরা ২ হাজার কর্মী, ২০০ যানবাহন এবং আমাদের যানবাহন, কম্বল এবং মৌলিক মানবিক সহায়তা সামগ্রী নিয়ে কাজ করছি। যত তাড়াতাড়ি সম্ভব এবং যতটা সম্ভব প্রতিক্রিয়া জানাতে আমরা এখানে আছি।’

(ঢাকাটাইমস/০৭ফেব্রুয়ারি/এসএটি)

google news ঢাকা টাইমস অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন

মন্তব্য করুন

শীর্ষ খবর সর্বশেষ জনপ্রিয়
সব খবর
ভেষজ বিলাতি গাব খেলে দূর হবে ক্যানসার, নিয়ন্ত্রণে থাকবে ডায়াবেটিস
গাজায় ইসরায়েলি হামলায় আরও ৬১ ফিলিস্তিনি নিহত, জাতিসংঘের গভীর উদ্বেগ
রাজনীতিতে অভিভাবক দল হিসেবে আমরা বারবার ধৈর্য ধরেছি: অধ্যক্ষ সেলিম ভুইয়া
এনবিআরের আরও ৬ ঊর্ধ্বতন কর্মকর্তা বরখাস্ত
বিশেষ প্রতিবেদন তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা