লো-স্কোরিং ম্যাচে চট্টগ্রামের জয়, হারে মিশন শেষ ঢাকার

ক্রীড়া ডেস্ক, ঢাকা টাইমস
 | প্রকাশিত : ০৭ ফেব্রুয়ারি ২০২৩, ১৭:২২

বাংলাদেশ প্রিমিয়ার লিগের(বিপিএল) এবারের আসরের শেষ ম্যাচে জয়ের জন্য মাত্র ১১৯ রান দরকার ছিল ঢাকা ডমিনেটর্সের। কিন্তু লো-স্কোরিং ম্যাচে চট্টগ্রামের বোলারদের সামনে দাঁড়াতেই পারল না নাসিরের দল। ইনিংস থামল ১০৩ রানে। ফলে ১৫ রানের হারের মাধ্যমে বিপিএলের এবার আসর শেষ করল ঢাকা ডমিনেটর্স।

রান তাড়া করতে নেমে দলকে ভালো সূচনার ইঙ্গিত দেন ঢাকা ডমিনেটর্সের ওপেনার সৌম্য সরকার। কিন্তু বেশিক্ষণ টিকে থাকতে পারেননি তিনি। আব্দুল্লাহ আল মামুন ২ রানে ফিরলে ২২ রানে সাজঘরে ফিরে যান সৌম্য সরকারও। দ্বিতীয় উইকেটে খেলতে নেমে মাত্র ৭ রান করেন আরিফুল হক।

এরপর অ্যালেক্স ব্ল্যাককে সঙ্গে নিয়ে দেখে-শুনে খেলতে থাকেন দলনেতা নাসির হোসেন। তখনও মনে হচ্ছিলো সহজ জয়ের দিকেই এগোচ্ছে ঢাকা। কিন্তু ১৩ রানে ব্ল্যাক ও ২৪ রানে নাসির ফিরলে ক্রিজে দাঁড়াতেই পারেননি কেউ। ১ রানে হামজা, ৩ রানে শরিফুল, শূন্যরানে সানি ও ১৮ রানে জিহাদুজ্জামান আউট হন। আর ৩ রানে আল আমিন ও ১ রানে জুবায়ের অপরাজিত থাকেন।

এর আগে ম্যাচের শুরুতে টস জিতে প্রথমে ব্যাট করার সিদ্ধান্ত নেন চট্টগ্রাম চ্যালেঞ্জার্সের দলনেতা শুভাগত হোম। কিন্তু ব্যাট হাতে শুরুটা মোটেও ভালো হয়নি তাদের। ৭ ওভারে মাত্র ২৮ রান তুলতেই প্রথম পাঁচ উইকেট হারিয়ে চাপে পড়ে দল। মেহেদী মারুফ ৮, ইরফান শুক্কুর ৭, উন্মক চান্দ শূন্য, আফি ১ ও শুভাগত হোম ১ রান করেন।

ষষ্ঠ উইকেট জুতি চাপ সামলে নেন উসমান খান ও কোর্তুস ক্যাম্ফের। কিন্তু ১১ রানে ক্যাম্ফের ফিরলে ডারউইস রাসুলি আউট হন ৫ রানে। আর উসমান খান করেন ৩০ রান। পরে মৃত্যুঞ্জয় রায়কে সঙ্গে নিয়ে দলীয় স্কোরটা একশ অতিক্রম করান জিয়াউর রহমান। ২০ বলে ৩৪ রানে অপরাজিত থাকেন তিনি। আর মৃত্যুঞ্জয় অপরাজিত থাকেন ৪ রানে।

(ঢাকাটাইমস/০৭ফেব্রুয়ারি/এমএম)

সংবাদটি শেয়ার করুন

খেলাধুলা বিভাগের সর্বাধিক পঠিত

বিশেষ প্রতিবেদন বিজ্ঞান ও তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

শিরোনাম :