চার গোলের রাতে অনন্য রেকর্ড রোনালদোর

ক্রীড়া ডেস্ক, ঢাকা টাইমস
 | প্রকাশিত : ১০ ফেব্রুয়ারি ২০২৩, ১৪:৫০

সৌদি প্রো লিগে পাচ্ছিলেন না গোলের দেখা। অতপর নিজের খেলা তৃতীয় ম্যাচে আসে প্রথম গোল। আর বৃহস্পতিবার রাতে একটি নয়, এক ম্যাচেই একাই চার গোল করেছেন এই পর্তুগিজ সুপারস্টার। এদিন রাতে এক অনন্য রেকর্ডও গড়েছেন তিনি। লিগ ফুটবলে পাঁচশ গোলের মাইলফলক স্পর্শ করেছেন সিআর সেভেন।

সৌদি প্রো লিগে পয়েন্ট টেবিলের নিচের দিকে থাকা আল ওয়েদাহের বিপক্ষে খেলতে নামে আল নাসের। ম্যাচের ২১তম মিনিটে ক্রিশ্চিয়ানো রোনালদোর করা গোলে ১-০ ব্যবধানে এগিয়ে যায় নাসের। আর এই গোলের মাধ্যমে নিজেকে অনন্য পর্যায়ে নিয়ে যান ৩৮ বছর বয়সী রোনালদো। লিগ ক্যারিয়ারে ৫০০ গোলের মাইলফলক ছুঁয়েছেন তিনি।

তবে এখানেই থামেননি রোনালদো। বিরতিতে যাওয়ার আগে আরও একটি গোল করেন তিনি। আর দল লিড নেয় ২-০ ব্যবধানে। দ্বিতীয়ার্ধের শুরুতে তৃতীয় গোল করে হ্যাটট্রিক পূর্ণ করেন রোনালদো। এই গোলটি এসেছে পেনাল্টি কিক থেকে। আর ম্যাচের ৬১তম মিনিটে নিজের ও দলের হযে করেন চতুর্থ গোল। আর তার দলও জেতে ৪-০ গোল ব্যবধানে।

(ঢাকাটাইমস/১০ফেব্রুয়ারি/এমএম)

সংবাদটি শেয়ার করুন

খেলাধুলা বিভাগের সর্বাধিক পঠিত

বিশেষ প্রতিবেদন বিজ্ঞান ও তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

খেলাধুলা এর সর্বশেষ

এই বিভাগের সব খবর

শিরোনাম :