বিদেশ পাঠানোর নামে টাকা আত্মসাৎ, আটক ৩

বিদেশ পাঠানোর নামে টাকা আত্মসাৎকারী সংঘবদ্ধ প্রতারক চক্রের মূলহোতাসহ তিনজনকে আটক করেছে র্যাব-৩। তাদের কাছ থেকে চারটি মুঠোফোন, একটি মানি রিসিট, দুটি ক্যাশ বুক রেজিস্টার, একটি স্ট্যাম্প এবং দুটি ডায়েরি উদ্ধার করা হয়।
সোমবার বিকাল পৌনে পাঁচটার দিকে রাজধানীর বারিধারা এলাকা থেকে তাদেরকে আটক করা হয়। মঙ্গলবার সকালে র্যাব-৩ এর অধিনায়ক লে. কর্নেল আরিফ মহিউদ্দিন আহমেদ গণমাধ্যমকর্মীদের এ তথ্য নিশ্চিত করেন।
আটককৃতরা হলেন- মো. আনোয়ার হোসেন, মাসুদুর রহমান এবং মো. রাশিদুল কবির। এর মধ্যে আনোয়ার হোসেন চাঁদপুর জেলার উত্তর মতলব থানার পূর্ব হানিরপাড় গ্রামের মৃত নিজাম উদ্দিনের ছেলে, মাসুদুর রহমান একই থানার তালতলী গ্রামের রফিকুল ইসলামের ছেলে এবং মো. রাশিদুল কবির লক্ষ্মীপুর জেলার সদর থানার বাঞ্ছানগর গ্রামের মৃত নুর নবীর ছেলে।
র্যাবের ভাষ্য, সোমবার বিকাল পৌনে পাঁচটার দিকে রাজধানীর বারিধারা এলাকায় অভিযান চালায় র্যাব। অভিযানে বিদেশ পাঠানোর নামে টাকা আত্মসাৎকারী সংঘবদ্ধ প্রতারক চক্রের মূলহোতা মো. আনোয়ার হোসেন, মাসুদুর রহমান এবং মো. রাশিদুল কবিরকে আটক করে র্যাব-৩। এ সময় তাদের কাছ থেকে চারটি মুঠোফোন, একটি মানি রিসিট, দুটি ক্যাশ বুক রেজিস্টার, একটি স্ট্যাম্প এবং দুটি ডায়েরি উদ্ধার করা হয়।
আটককৃতদের বরাত দিয়ে র্যাব-৩ এর অধিনায়ক জানান, আটককৃতরা সংঘবদ্ধ টাকা আত্মসাৎকারী প্রতারক চক্র। তারা দীর্ঘদিন ধরে সহজ সরল সাধারণ মানুষকে টার্গেট করে বিভিন্ন প্রলোভন দেখিয়ে টাকা আত্মসাৎ করে আসছে। আটককৃতরা ভুক্তভোগীদের বলেন, তাদের মালয়েশিয়ায় কোম্পানি রয়েছে। ওই কোম্পানিতে কিছু সংখ্যক লোক পাঠানো হবে। মালয়েশিয়ায় তাদের কোম্পানিতে ভালো বেতন ও বছরে দুটি বোনাস এবং থাকা-খাওয়া ফ্রিসহ বিভিন্ন লোভনীয় কথাবার্তা বলে পাসপোর্ট ও টাকা হাতিয়ে নিয়েছে।
দীর্ঘদিন পার হওয়ার পরে ভুক্তভোগীরা তাদের অফিসে গেলে তারা বিভিন্ন ধরনের গালিগালাজসহ অশোভনীয় আচরণ করতে শুরু করে। পরবর্তীতে ভুক্তভোগীরা আইনশৃঙ্খলা বাহিনীর আশ্রয় নিতে গেলে তাদেরকে প্রাণনাশের হুমকি দেয়।
(ঢাকাটাইমস/১৪ ফেব্রুয়ারি/এএ/এফএ)

মন্তব্য করুন