মানিকগঞ্জে হত্যা মামলায় একজনের মৃত্যুদণ্ড

মানিকগঞ্জ প্রতিনিধি, ঢাকাটাইমস
  প্রকাশিত : ১৪ ফেব্রুয়ারি ২০২৩, ১৫:৪৩
অ- অ+

মানিকগঞ্জের হরিরামপুরে বৃষ্টি (১৫) নামে এক কিশোরীকে হত্যার দায়ে মো. আবুল হোসেন নামে এক ব্যক্তিকে মৃত্যুদণ্ড দিয়েছেন জেলা ও দায়রা জজ আদালত। একই সঙ্গে তাকে ২০ হাজার টাকা অর্থদণ্ড দেওয়া হয়েছে।

মঙ্গলবার (১৪ ফেব্রুয়ারি) বেলা ১১টার দিকে আসামির উপস্থিতিতে এই রায় দেন জেলা ও দায়রা জজ আদালতের বিচারক জয়শ্রী সমদ্দার।

মৃতুদণ্ডপ্রাপ্ত আবুল হোসেন হরিরামপুর উপজেলার সরফদিনগর এলাকার মৃত হাসমত আলীর ছেলে।

আদালত সূত্রে জানা যায়, আসামি আবুল হোসেন বৃষ্টিকে বিয়ে করার প্রস্তাব দিলে তার মা তাকে বাড়িতে আসতে নিষেধ করেন। অন্যত্র বিয়ে ঠিক হলে আবুল বৃষ্টির মাকে হুমকি দেয় কিভাবে বিয়ে দেয় তা আমি দেখে নিবো। ২০১৭ সালের নভেম্বর মাসের ৫ তারিখে বৃষ্টিকে বাড়িতে রেখে তার মা উপজেলার মাচাইন এলাকায় গেলে দূর থেকে আবুল তা লক্ষ্য করে। পরে ধারালো অস্ত্র দিয়ে গলাকেটে পালিয়ে যান। রক্তাক্ত অবস্থায় বৃষ্টি বাড়ি থেকে বের হয়ে হানিফের বাড়ির পেছনে এসে পড়ে সেখানেই মারা যান। এ ঘটনায় হরিরামপুর থানায় বৃষ্টির মা আকলিমা বাদী হয়ে ওই দিনই হত্যা মামলা দায়ের করেন।

আদালতে আসামির বিরুদ্ধে আনীত অভিযোগ প্রমাণিত হওয়ায় তাকে মৃত্যুদণ্ডসহ ২০ হাজার টাকা অর্থদণ্ডে দন্ডিত করা হয়।

রাষ্ট্রপক্ষে মামলা পরিচালনা করেন সরকারি কৌশুলী অ্যাডভোকেট আব্দুস সালাম ও আসামিপক্ষের মামলা পরিচালনা করেন অ্যাডভোকেট মো. মতিয়র রহমান আঙ্গুঁর।

(ঢাকাটাইমস/১৪ফেব্রুয়ারি/এসএ)

google news ঢাকা টাইমস অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন

মন্তব্য করুন

শীর্ষ খবর সর্বশেষ জনপ্রিয়
সব খবর
সাফ অনূর্ধ্ব-১৯ চ্যাম্পিয়নশিপের সেমিফাইনালে বাংলার যুবারা
ব্রাহ্মণবাড়িয়ায় একদিনে বজ্রপাতে প্রাণ গেল ৫ জনের
বাউফলে বিদ্যুতের তারে জড়িয়ে শ্রমিকের মৃত্যু
আবদুল হামিদের দেশ ছাড়ার ঘটনায় তিন উপদেষ্টার তদন্ত কমিটি
বিশেষ প্রতিবেদন তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা