ঘাটাইলে মাইক্রোবাসের ধাক্কায় মোটরসাইকেলের ৩ আরোহী নিহত

টাঙ্গাইলের ঘাটাইলে মাইক্রোবাসের ধাক্কায় মোটরসাইকেলের তিন আরোহী নিহত হয়েছেন। মঙ্গলবার (১৪ ফেব্রুয়ারি) রাত ১০টার দিকে টাঙ্গাইল-ময়মনসিংহ মহাসড়কে উপজেলার হরিপুরে এ দুর্ঘটনা ঘটে।
নিহতরা হলেন- উপজেলার লাউয়া গ্রামের শহিদুল ইসলামের ছেলে সোনা মিয়া (২২), অস্টোচল্লিশা গ্রামের মৃত বাছেদের ছেলে আলমগীর হোসেন (২৫) ও ধনবাড়ী উপজেলার আবুল হোসেনের ছেলে শামীম হোসেন (২৬)।
বিষয়টি নিশ্চিত করেছেন ঘাটাইল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আজহারুল ইসলাম সরকার।
পুলিশ ও স্থানীয়রা জানান, নিহতরা তিনজনই ওয়ার্কশপ শ্রমিক। তারা তিনজনই উপজেলার বীরঘাটাইলের একটি ওয়ার্কশপে কাজ করতেন।
মঙ্গলবার রাত অনুমান ১০টার দিকে তারা মোটরসাইকেল নিয়ে নিজ কর্মস্থলে ফিরছিলেন। তাদের মোটরসাইকেলটি টাঙ্গাইল-ময়মনসিংহ মহাসড়কে উপজেলার হরিপুরে পৌঁছালে বিপরীত দিক থেকে আসা একটি দ্রুতগামী মাইক্রোবাসের সঙ্গে মুখোমুখি সংঘর্ষ হয়। এতে মোটরসাইকেলের তিন আরোহী ঘটনাস্থলে মারা যান।
ওসি জানান, মোটরসাইকেলটির গতি ছিল বেপরোয়া। মাইক্রোবাসের সঙ্গে সংঘর্ষ হলে ঘটনাস্থলেই তারা মারা যান। মাইক্রোবাসটি আটক করা সম্ভব হয়নি।
(ঢাকাটাইমস/১৫ফেব্রুয়ারি/এসএ)

মন্তব্য করুন