কমছে করোনার প্রকোপ, ২৪ ঘণ্টায় শনাক্ত পাঁচ

দেশে গত ২৪ ঘণ্টায় পাঁচজনের দেহে করোনাভাইরাস শনাক্ত হয়েছে। এ নিয়ে মোট শনাক্তের সংখ্যা দাঁড়িয়েছে ২০ লাখ ৩৭ হাজার ৭৪৩ জন। তবে এ সময় করোনা আক্রান্ত কারো মৃত্যু হয়নি। ফলে মোট মৃত্যু ২৯ হাজার ৪৪৫ জনে অপরিবর্তিত রয়েছে।
শনিবার বিকালে স্বাস্থ্য অধিদপ্তর থেকে পাঠানো করোনা বিষয়ক এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
বিজ্ঞপ্তিতে বলা হয়, সারা দেশে সরকারি ও বেসরকারি ব্যবস্থাপনায় ৮৮৪টি ল্যাবে ২৪ ঘণ্টায় নমুনা সংগ্রহ করা হয়েছে এক হাজার ৭৯৩টি। মোট নমুনা পরীক্ষা করা হয়েছে এক হাজার ৭৯৬টি। এ পর্যন্ত নমুনা পরীক্ষা হয়েছে এক কোটি ৫২ লাখ ৮৬ হাজার ৪০৭ জনের।
বিজ্ঞপ্তিতে আরও বলা হয়, ঢাকা সিটিসহ দেশের বিভিন্ন হাসপাতালে ও বাড়িতে উপসর্গবিহীন রোগীসহ গত ২৪ ঘণ্টায় সুস্থ হয়েছেন ৩২০ জন। এ পর্যন্ত মোট সুস্থ হয়েছেন ১৯ লাখ ৯৯ হাজার ৯৫ জন।
গত ২৪ ঘণ্টায় নমুনা পরীক্ষায় শনাক্তের হার শূন্য দশমিক ২৮ শতাংশ। এ পর্যন্ত নমুনা পরীক্ষা বিবেচনায় শনাক্তের হার ১৩ দশমিক ৩৩ শতাংশ। শনাক্ত বিবেচনায় সুস্থতার হার ৯৮ দশমিক ১০ শতাংশ এবং শনাক্ত বিবেচনায় মৃত্যুর হার এক দশমিক ৪৪ শতাংশ।
২০২০ সালের ৮ মার্চ দেশে প্রথম ৩ জনের দেহে করোনাভাইরাস শনাক্ত হয়। এর ১০ দিন পর ওই বছরের ১৮ মার্চ দেশে এ ভাইরাসে আক্রান্ত হয়ে প্রথম একজনের মৃত্যু হয়। ২০২১ সালের ৫ ও ১০ আগস্ট দুদিন সর্বাধিক ২৬৪ জন করে মারা যান।
(ঢাকাটাইমস/১৮ফেব্রুয়ারি/পিআর/ইএস)
সংবাদটি শেয়ার করুন
করোনাভাইরাস বিভাগের সর্বাধিক পঠিত
করোনাভাইরাস এর সর্বশেষ

২৪ ঘণ্টায় দেশে ৬৫ জনের করোনা শনাক্ত, মৃত্যু নেই

৬৬ দিন পর করোনায় দুজনের মৃত্যু, শনাক্ত ৮৯ জনের

২৪ ঘণ্টায় দেশে ১১৪ জনের করোনা শনাক্ত, মৃত্যু নেই

২৪ ঘণ্টায় দেশে ১৫৯ জনের করোনা শনাক্ত, মৃত্যু নেই

করোনা নিয়ে সতর্ক থাকার পরামর্শ স্বাস্থ্যমন্ত্রীর

২৪ ঘণ্টায় দেশে ৭৩ জনের করোনা শনাক্ত

চীনে করোনার নতুন ভ্যারিয়েন্ট, সপ্তাহে সাড়ে ৬ কোটি আক্রান্তের শঙ্কা

২৪ ঘণ্টায় দেশে ২৮ জনের করোনা শনাক্ত

আরও ৩৮ জনের করোনা শনাক্ত, মৃত্যু নেই
