নগরকান্দায় ট্রেনের ধাক্কায় প্রাণ গেল শিশু শিক্ষার্থীর

সালথা-নগরকান্দা (ফরিদপুর) প্রতিনিধি, ঢাকাটাইমস
  প্রকাশিত : ২২ ফেব্রুয়ারি ২০২৩, ১৭:৩৭
অ- অ+

ফরিদপুরের নগরকান্দায় স্কুলে যাওয়ার সময় ট্রেনের ধাক্কায় এক শিশু শিক্ষার্থীর মৃত্যু হয়েছে। বুধবার সকাল ৯টার দিকে উপজেলার ডাঙ্গী ইউনিয়নের বাশাগাড়ী এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

নিহত শিশু শিক্ষার্থীর নাম মিম আক্তার (৭)। সে বাশাগাড়ী গ্রামের মো. উজ্জ্বল শিকদারের মেয়ে ও স্থানীয় শ্রীঙ্গাল সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রথম শ্রেণির ছাত্রী ছিল।

প্রত্যক্ষদর্শীরা জানান, সকাল ৯টার মিম আক্তার নিজ বাড়ি থেকে রেললাইনের পাশ দিয়ে হেঁটে স্কুলে যাচ্ছিল। এ সময় ভাঙ্গা থেকে রাজবাড়ীগামী মধুমতি এক্সপ্রেস ট্রেনের সিঁড়িতে ধাক্কা লেগে পাশে পড়ে যায়। এতে ঘটনাস্থলেই মিম মারা যায়।

মিমের বাবা উজ্জ্বল শিকদার বলেন, আমার মেয়ে বাক ও শ্রবণ প্রতিবন্ধী ছিল। রেললাইনের পাশ দিয়ে হেঁটে স্কুলে যাওয়ার ট্রেনের হর্ন শুনতে না পাওয়ায় আমার মেয়েটা মারা গেল।

নগরকান্দা থানার ওসি মিরাজ হোসেন বলেন, ঘটনাটি যেহেতু রেলের তাই এ ঘটনার সকল প্রক্রিয়া রেল পুলিশের।

বাজবাড়ী রেলওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শম্ভু নাথ বসু বলেন, লাশ উদ্ধার করা হয়েছে।

(ঢাকাটাইমস/২২ফেব্রুয়ারি/এলএ)

google news ঢাকা টাইমস অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন

মন্তব্য করুন

শীর্ষ খবর সর্বশেষ জনপ্রিয়
সব খবর
ওপারে কারফিউ, সুনামগঞ্জের ১২ কিলোমিটার সীমান্তে বিজিবির সতর্ক অবস্থান
খালিশপুরে শহীদ মিনারের জমি দখলের ভিডিও করায় সাংবাদিকদের ওপর হামলা
আওয়ামী লীগ নিষিদ্ধের ঘোষণায় শাহবাগে ছাত্র-জনতার উল্লাস
৩০ কার্যদিবসের মধ্যে জুলাই ঘোষণাপত্র প্রকাশের সিদ্ধান্ত
বিশেষ প্রতিবেদন তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা