নগরকান্দায় ট্রেনের ধাক্কায় প্রাণ গেল শিশু শিক্ষার্থীর

ফরিদপুরের নগরকান্দায় স্কুলে যাওয়ার সময় ট্রেনের ধাক্কায় এক শিশু শিক্ষার্থীর মৃত্যু হয়েছে। বুধবার সকাল ৯টার দিকে উপজেলার ডাঙ্গী ইউনিয়নের বাশাগাড়ী এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
নিহত শিশু শিক্ষার্থীর নাম মিম আক্তার (৭)। সে বাশাগাড়ী গ্রামের মো. উজ্জ্বল শিকদারের মেয়ে ও স্থানীয় শ্রীঙ্গাল সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রথম শ্রেণির ছাত্রী ছিল।
প্রত্যক্ষদর্শীরা জানান, সকাল ৯টার মিম আক্তার নিজ বাড়ি থেকে রেললাইনের পাশ দিয়ে হেঁটে স্কুলে যাচ্ছিল। এ সময় ভাঙ্গা থেকে রাজবাড়ীগামী মধুমতি এক্সপ্রেস ট্রেনের সিঁড়িতে ধাক্কা লেগে পাশে পড়ে যায়। এতে ঘটনাস্থলেই মিম মারা যায়।
মিমের বাবা উজ্জ্বল শিকদার বলেন, আমার মেয়ে বাক ও শ্রবণ প্রতিবন্ধী ছিল। রেললাইনের পাশ দিয়ে হেঁটে স্কুলে যাওয়ার ট্রেনের হর্ন শুনতে না পাওয়ায় আমার মেয়েটা মারা গেল।
নগরকান্দা থানার ওসি মিরাজ হোসেন বলেন, ঘটনাটি যেহেতু রেলের তাই এ ঘটনার সকল প্রক্রিয়া রেল পুলিশের।
বাজবাড়ী রেলওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শম্ভু নাথ বসু বলেন, লাশ উদ্ধার করা হয়েছে।
(ঢাকাটাইমস/২২ফেব্রুয়ারি/এলএ)

মন্তব্য করুন