আন্তঃনগর ট্রেন থেকে গলাকাটা মায়া হরিণ উদ্ধার

নিজস্ব প্রতিবেদক, মৌলভীবাজার
| আপডেট : ২৩ ফেব্রুয়ারি ২০২৩, ১২:৩৯ | প্রকাশিত : ২৩ ফেব্রুয়ারি ২০২৩, ১২:২৯

মৌলভীবাজারের লাউয়াছড়া জাতীয় উদ্যানের একটি মায়া হরিণের গলা কাটা মরদেহ ঢাকাগামী কালনী ট্রেন থেকে উদ্ধার করা হয়েছে।

ঢাকাগামী কালনী ট্রেন থেকে বুধবার গলাকাটা মায়া হরিণের মরদেহ উদ্ধার করে শ্রীমঙ্গল রেলওয়ে থানা পুলিশ।

বন্যপ্রাণী ব্যবস্থাপনা ও প্রকৃতি সংরক্ষণ বিভাগের সহকারী বন সংরক্ষক (এসিএফ) শ্যামল কুমার মিত্র বলেন, ধারণা করা হচ্ছে, চলন্ত ট্রেনের আঘাতে হরিণটি আহত হয় এবং পরে হরিণটিকে জবাই করা হয়। আমরা ময়নাতদন্তের মাধ্যমে জানতে পেরেছি জবাই করার কারণেই হরিণটির মৃত্যু হয়েছে। গায়ে আঘাতের চিহ্ন থাকলেও তার কারণে মৃত্যু হয়নি। জবাই না করলে এ আঘাতে সুস্থ হয়ে যেত হরিণটি।

শ্রীমঙ্গল রেলওয়ে থানার ওসি শাফিউল ইসলাম পাটোয়ারী বলেন, ‘আমার ধারণা ট্রেনের আঘাতে আহত হয় হরিণটি এবং পরে কোনো অসৎ ব্যক্তি বা গোষ্ঠী হরিণটিকে ট্রেনে তুলে ফেলে। তবে তদন্ত ছাড়া সঠিক কিছু বলা যাচ্ছে না।’

(ঢাকাটাইমস/২৩ফেব্রুয়ারি/এআর)

সংবাদটি শেয়ার করুন

বাংলাদেশ বিভাগের সর্বাধিক পঠিত

বিশেষ প্রতিবেদন বিজ্ঞান ও তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

শিরোনাম :